Ajker Patrika

প্রযোজক আনুশকার ৪০০ কোটির চুক্তি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১০: ২৬
প্রযোজক আনুশকার ৪০০ কোটির চুক্তি

করোনার মহামারিতে অসহায় বলিউড। বড় লগ্নিকারকেরা ছবি মুক্তি দিয়ে লোকসান গুনছেন অনেক টাকার। তাই অন্য লগ্নিকারকেরা প্রচারণায় ব্যাপক অর্থ খরচ করেও স্থগিত করে দিয়েছেন ছবি মুক্তির তারিখ। আরও যাঁরা আছেন, বিকল্প হিসেবে ভাবছেন ওটিটি প্ল্যাটফর্মের কথা। যদিও তারকা অভিনেতারা ওটিটির পক্ষে পুরোপুরি সায় জানাচ্ছেন না এখনো। এমন পরিস্থিতিতে চমক দেখালেন আনুশকা শর্মা। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। আমাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলালেন প্রযোজক আনুশকা শর্মা। চুক্তি করলেন প্রায় ৪০০ কোটি রুপির।

আনুশকার প্রযোজনা সংস্থার নাম ‘ক্লিন স্লেট ফিল্মজ’। ভাই কর্নেশ শর্মার সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আনুশকার এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ‘এনএইচ টেন’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করে। ওয়েব সিরিজ ‘পরী’, ‘পাতাল লোক’সহ একাধিক সিরিজ ও সিনেমা বানিয়েছে প্রতিষ্ঠানটি, জনপ্রিয়ও হয়েছে। এবার ৪০০ কোটির চুক্তি অনুযায়ী নেটফ্লিক্স ও আমাজনের জন্য সিনেমা ও ওয়েব সিরিজ নির্মাণ করবে ক্লিন স্লেট ফিল্মজ। নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত আনুশকার তিনটি সিনেমা মুক্তির পরিকল্পনা করেছে তারা। অন্যদিকে আমাজন প্রাইম ভিডিও নির্মাণের চুক্তি করলেও এখনো মুক্তির বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেনি।

নতুন চুক্তি প্রসঙ্গে কর্নেশ শর্মা জানিয়েছেন, দুটি ওটিটি প্ল্যাটফর্মে তাঁদের প্রযোজনা সংস্থার তৈরি ৮টি ওয়েব ছবি মুক্তি পাবে। অন্যদিকে আনুশকা শর্মা জানিয়েছেন, চুক্তি হয়েছে। সে অনুযায়ী কাজের পরিকল্পনাও হচ্ছে। তবে সিনেমা কিংবা সিরিজের নাম ও কলাকুশলীদের তালিকা প্রকাশ করার মতো সময় এখনো আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত