Ajker Patrika

ফর্সা বলে সমালোচনার মুখে আনুশকা

ফর্সা বলে সমালোচনার মুখে আনুশকা

এই তো কয়েক সপ্তাহ আগের কথা, ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা এমনই খবর শোনা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল সারপ্রাইজ দিলেন বিরাট কোহলি ঘরনি। জানালেন তিন বছর পর অভিনয়ে ফিরছেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছেন। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’। পরিচালনায় প্রসিত রায়। ছবির টিজারও প্রকাশ করেছেন আনুশকা।

২২ গজে বল হাতে ছুটে আসবেন আনুশকা, এই দৃশ্য দেখার অপেক্ষায় দর্শক। যদিও টিজারে তেমন কিছুই চোখে পড়েনি। ভারতীয় দলের নীল জার্সিতে আনুশকাকে দেখে দর্শক কী বলছেন?  ‘ঝুলন’ আনুশকাকে দেখে বিভক্ত টুইটার। চাকদার এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে উঠবার লড়াই উঠে আসবে ‘চাকদা এক্সপ্রেস’-এ। কেমনভাবে প্রচলিত ধ্যান-ধারণা, প্রতিকূলতা ভেঙে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী ক্রিকেটার হিসাবে জায়গা ছিনিয়ে নিয়েছেন ঝুলন তা উঠে আসবে এই ছবিতে।

ঝুলন গোস্বামীওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। আনুশকা জানিয়েছেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা বলবে আত্মত্যাগের গল্প। …নারী ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য ক্রীড়া অঙ্গনে পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, নারী ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।

আনুশকা ভক্তরা তো দুর্দান্ত খুশি তিন বছর পর প্রিয় অভিনেত্রীর এমন ফেরাতে। তবে অনেকে বলছেন, ঝুলন হিসাবে আনুশকাকে একদমই মানাচ্ছে না। একজন লিখেছেন, ‘আমি আনুশকাকে ভালোবাসি, তবে উনি এই চরিত্রের জন্য একদম উপযুক্ত নন’। অপর একজন লেখেন, ‘বায়োপিক যখন বানাচ্ছেন কম করে একটু ত্বকের রঙটা মিলিয়ে নিতেন। একজন বাঙালি অভিনেত্রীকে এই চরিত্রের জন্য বাছা উচিত ছিল’। কারও প্রশ্ন, ‘কোনও শ্যামবর্ণা মেয়েকে কেন নেওয়া হল না এই চরিত্রের জন্য? শ্যামলা মেয়েদের নিয়ে কী সমস্যা এদের বোঝা যায় না’।

‘চাকদা এক্সপ্রেস’ ছবির পোস্টারসৃজিত মুখোর্জির ‘সাবাশ মিঠু’ ছবিতে ঝুলনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মুমতাজ সরকারকে। অনেকেই বলছেন বলিউডে অনেক বাঙালি অভিনেত্রী আছেন, অথবা কোনও টলিউড অভিনেত্রীকেও সুযোগ দেওয়া যেত। বাঙালির চরিত্রে অভিনয় করতে হলে বাংলা ভাষার উচ্চারণ ভাল হওয়া জরুরি। টিজারে আনুশকার বাংলা উচ্চারণে স্পষ্ট অবাঙালি টান। এখনও আনুশকাকে বল হাতে দেখেনি দর্শক, তার আগেই এতো প্রশ্ন উঠছে, অভিনয় গুণে কি সব সমালোচনার জবাব দিতে পারবেন আনুশকা সেটাই এখন দেখবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত