Ajker Patrika

কেন বিরক্ত তিনি?

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২: ৪৪
কেন বিরক্ত তিনি?

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় আনুশকা শর্মা। ব্যক্তিগত হোক বা কর্মজীবন, ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নেন। শুধু তাই নয়, অপছন্দের জিনিস নিয়েও খোলাখুলি কথা বলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি পোস্ট শেয়ার করেছেন বলিউডের এই নায়িকা।

বোঝা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা সমালোচনা, ট্রল নিয়ে বিরক্ত নায়িকা। স্টিভেন বার্টলের করা টুইটের স্ক্রিনশটই বিরাটপত্নী শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। টুইটে স্টিভেন লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এমন মানুষে ভরা, যারা নিজের বিষ সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। পৃথিবীতে সমালোচকের চেয়ে বেশি আত্মসমালোচক নাগরিকের দরকার।’

এর আগে সোনাক্ষি সিনহাও এ ব্যাপারে অকপটে কথা বলেছেন। এমনকি নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কথাও বলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং, কুরুচিকর মন্তব্য নিয়ে গলা মিলিয়েছেন তাপসী পান্নু, জাভেদ আখতার, কৃতী শ্যাননের মতো তারকারা।

হয়তো এই ভয়েই আনুশকা তাঁদের মেয়ে ভামিকাকে পাপারাজ্জিদের হাত থেকে দূরে রেখেছেন। সম্প্রতি বিরাটের সঙ্গে পুনে যাওয়ার সময় ভামিকাকে একটি তোয়ালে দিয়ে আপাদমস্তক ঢেকে নিয়েছিলেন মা আনুশকা। এর আগে আহমেদাবাদে যাওয়ার আগে বিমানবন্দরে একঝলক দেখা গিয়েছিল ভামিকাকে। সেই সময়ও অবশ্য ভামিকার মুখাবয়ব অধরাই ছিল ফটোগ্রাফারদের ক্যামেরায়।

২০২০ সালের আগস্টে গর্ভধারণের খবর শেয়ার করেন বিরুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি জন্ম হয় ভামিকার। তারপরই সবার কাছে মেয়ে ভামিকার ব্যক্তিগত স্পেস রক্ষা করার আবেদন জানিয়েছিলেন বাবা বিরাট। পাপারাজ্জি যাতে তাঁদের জীবনে অনধিকার প্রবেশ না করেন, মেয়ের ছবি তোলার চেষ্টা না করেন, সে জন্য আবেদন জানান বিরাট। এমনকি, পাপারাজ্জিদের উপহার পাঠিয়ে সংযত থাকার আবেদনও জানান এই ‘পাওয়ার কাপল’। এ খবর প্রকাশ্যে আসার পর তারকা দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অনেকে।

অন্যদিকে মেয়ের বয়স সবে আড়াই মাস, এরই মধ্যে কাজে ফিরেছেন আনুশকা। প্রথমে শোনা গিয়েছিল, মে মাস পর্যন্ত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকবেন অভিনেত্রী, তবে আচমকা সিদ্ধান্ত বদল। নজর কেড়েছে নায়িকার মেদহীন শরীর। মা হওয়ার পরেও পুরোপুরি ফিট তিনি। এক বিজ্ঞাপনী শুট সেরেছেন আনুশকা।

বিজ্ঞাপনী শুটে ফিরলেও রূপালি পর্দায় কবে ফিরছেন, তা নিয়ে কোনো আগাম বার্তা নেই। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল এই নায়িকাকে। এরপর লম্বা বিরতি। শোনা যাচ্ছে, শিগগির প্রযোজক আনুশকার নতুন সিরিজ ‘মাই’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত