সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় আনুশকা শর্মা। ব্যক্তিগত হোক বা কর্মজীবন, ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নেন। শুধু তাই নয়, অপছন্দের জিনিস নিয়েও খোলাখুলি কথা বলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি পোস্ট শেয়ার করেছেন বলিউডের এই নায়িকা।
বোঝা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা সমালোচনা, ট্রল নিয়ে বিরক্ত নায়িকা। স্টিভেন বার্টলের করা টুইটের স্ক্রিনশটই বিরাটপত্নী শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। টুইটে স্টিভেন লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এমন মানুষে ভরা, যারা নিজের বিষ সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। পৃথিবীতে সমালোচকের চেয়ে বেশি আত্মসমালোচক নাগরিকের দরকার।’
এর আগে সোনাক্ষি সিনহাও এ ব্যাপারে অকপটে কথা বলেছেন। এমনকি নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কথাও বলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং, কুরুচিকর মন্তব্য নিয়ে গলা মিলিয়েছেন তাপসী পান্নু, জাভেদ আখতার, কৃতী শ্যাননের মতো তারকারা।
হয়তো এই ভয়েই আনুশকা তাঁদের মেয়ে ভামিকাকে পাপারাজ্জিদের হাত থেকে দূরে রেখেছেন। সম্প্রতি বিরাটের সঙ্গে পুনে যাওয়ার সময় ভামিকাকে একটি তোয়ালে দিয়ে আপাদমস্তক ঢেকে নিয়েছিলেন মা আনুশকা। এর আগে আহমেদাবাদে যাওয়ার আগে বিমানবন্দরে একঝলক দেখা গিয়েছিল ভামিকাকে। সেই সময়ও অবশ্য ভামিকার মুখাবয়ব অধরাই ছিল ফটোগ্রাফারদের ক্যামেরায়।
২০২০ সালের আগস্টে গর্ভধারণের খবর শেয়ার করেন বিরুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি জন্ম হয় ভামিকার। তারপরই সবার কাছে মেয়ে ভামিকার ব্যক্তিগত স্পেস রক্ষা করার আবেদন জানিয়েছিলেন বাবা বিরাট। পাপারাজ্জি যাতে তাঁদের জীবনে অনধিকার প্রবেশ না করেন, মেয়ের ছবি তোলার চেষ্টা না করেন, সে জন্য আবেদন জানান বিরাট। এমনকি, পাপারাজ্জিদের উপহার পাঠিয়ে সংযত থাকার আবেদনও জানান এই ‘পাওয়ার কাপল’। এ খবর প্রকাশ্যে আসার পর তারকা দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অনেকে।
অন্যদিকে মেয়ের বয়স সবে আড়াই মাস, এরই মধ্যে কাজে ফিরেছেন আনুশকা। প্রথমে শোনা গিয়েছিল, মে মাস পর্যন্ত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকবেন অভিনেত্রী, তবে আচমকা সিদ্ধান্ত বদল। নজর কেড়েছে নায়িকার মেদহীন শরীর। মা হওয়ার পরেও পুরোপুরি ফিট তিনি। এক বিজ্ঞাপনী শুট সেরেছেন আনুশকা।
বিজ্ঞাপনী শুটে ফিরলেও রূপালি পর্দায় কবে ফিরছেন, তা নিয়ে কোনো আগাম বার্তা নেই। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল এই নায়িকাকে। এরপর লম্বা বিরতি। শোনা যাচ্ছে, শিগগির প্রযোজক আনুশকার নতুন সিরিজ ‘মাই’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় আনুশকা শর্মা। ব্যক্তিগত হোক বা কর্মজীবন, ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নেন। শুধু তাই নয়, অপছন্দের জিনিস নিয়েও খোলাখুলি কথা বলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি পোস্ট শেয়ার করেছেন বলিউডের এই নায়িকা।
বোঝা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা সমালোচনা, ট্রল নিয়ে বিরক্ত নায়িকা। স্টিভেন বার্টলের করা টুইটের স্ক্রিনশটই বিরাটপত্নী শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। টুইটে স্টিভেন লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এমন মানুষে ভরা, যারা নিজের বিষ সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। পৃথিবীতে সমালোচকের চেয়ে বেশি আত্মসমালোচক নাগরিকের দরকার।’
এর আগে সোনাক্ষি সিনহাও এ ব্যাপারে অকপটে কথা বলেছেন। এমনকি নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কথাও বলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং, কুরুচিকর মন্তব্য নিয়ে গলা মিলিয়েছেন তাপসী পান্নু, জাভেদ আখতার, কৃতী শ্যাননের মতো তারকারা।
হয়তো এই ভয়েই আনুশকা তাঁদের মেয়ে ভামিকাকে পাপারাজ্জিদের হাত থেকে দূরে রেখেছেন। সম্প্রতি বিরাটের সঙ্গে পুনে যাওয়ার সময় ভামিকাকে একটি তোয়ালে দিয়ে আপাদমস্তক ঢেকে নিয়েছিলেন মা আনুশকা। এর আগে আহমেদাবাদে যাওয়ার আগে বিমানবন্দরে একঝলক দেখা গিয়েছিল ভামিকাকে। সেই সময়ও অবশ্য ভামিকার মুখাবয়ব অধরাই ছিল ফটোগ্রাফারদের ক্যামেরায়।
২০২০ সালের আগস্টে গর্ভধারণের খবর শেয়ার করেন বিরুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি জন্ম হয় ভামিকার। তারপরই সবার কাছে মেয়ে ভামিকার ব্যক্তিগত স্পেস রক্ষা করার আবেদন জানিয়েছিলেন বাবা বিরাট। পাপারাজ্জি যাতে তাঁদের জীবনে অনধিকার প্রবেশ না করেন, মেয়ের ছবি তোলার চেষ্টা না করেন, সে জন্য আবেদন জানান বিরাট। এমনকি, পাপারাজ্জিদের উপহার পাঠিয়ে সংযত থাকার আবেদনও জানান এই ‘পাওয়ার কাপল’। এ খবর প্রকাশ্যে আসার পর তারকা দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অনেকে।
অন্যদিকে মেয়ের বয়স সবে আড়াই মাস, এরই মধ্যে কাজে ফিরেছেন আনুশকা। প্রথমে শোনা গিয়েছিল, মে মাস পর্যন্ত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকবেন অভিনেত্রী, তবে আচমকা সিদ্ধান্ত বদল। নজর কেড়েছে নায়িকার মেদহীন শরীর। মা হওয়ার পরেও পুরোপুরি ফিট তিনি। এক বিজ্ঞাপনী শুট সেরেছেন আনুশকা।
বিজ্ঞাপনী শুটে ফিরলেও রূপালি পর্দায় কবে ফিরছেন, তা নিয়ে কোনো আগাম বার্তা নেই। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল এই নায়িকাকে। এরপর লম্বা বিরতি। শোনা যাচ্ছে, শিগগির প্রযোজক আনুশকার নতুন সিরিজ ‘মাই’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
৪ ঘণ্টা আগে২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর।
৪ ঘণ্টা আগে১৯ এপ্রিল হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচন। এবার সভাপতি হিসেবে আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে