Ajker Patrika

২ কোটি রুপি দিলেন বিরাট–আনুশকা

২ কোটি রুপি দিলেন বিরাট–আনুশকা

ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে ভারত। কঠিন এ সময়ে সাধ্যমতো এগিয়ে আসছে অনেকেই। বাদ যাননি ক্রিকেটারও। এবার এগিয়ে এলেন ভারতের জনপ্রিয় জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এই জুটি বেসরকারি একটি সংস্থার ত্রাণ তহবিলে ২ কোটি রুপির আর্থিক সহায়তা করেছেন।

শুধু অর্থ সহায়তা দিয়েই থেমে থাকেননি বিরাট–আনুশকা। যে বেসরকারি সংস্থায় তাঁরা অনুদান দিয়েছেন, সেটির হয়ে কাজও করছেন দুই তারকা। সবাইকে এই সংস্থার ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন আনুশকা, ‘আমাদের স্বাস্থ্যসেবা ভয়ংকর চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। মানুষের কষ্ট দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আর বিরাট একটা প্রচারণা চালাচ্ছি কোভিড তহবিল সংগ্রহ করতে। আমরা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াব। আপনারাও এগিয়ে আসুন। ভারত ও ভারতীয়দের পাশে থাকুন। আপনাদের অবদান সংকটের সময় বহু মানুষের জীবন বাঁচাতে পারে।’

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যক্ষভাবে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি–আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলিউড অভিনেত্রী বলেছেন, ‘ভারত খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের এই অসহায়ত্ব দেখার চেয়ে কষ্টের আর কিছু হয় না! আমরা কৃতজ্ঞ সেই সব মানুষদের প্রতি, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারিতে থেকে কাজ করছেন। তাঁদের এই নিবেদন সত্যিই প্রশংসনীয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত