অভিনয়, প্রযোজনা, সংসার সমানতালে সামলে চলেছেন জনপ্রিয় বলিউড তারকা আনুশকা শর্মা। সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীদের মনে স্বাভাবিক ভাবেই কৌতূহল, এত দায়িত্ব সামলেও কীভাবে সব সময় নিজেকে চনমনে রাখেন আনুশকা? অভিনয়ের পাশাপাশি আনুশকার ফ্যাশন সচেতনতায়ও মুগ্ধ ভক্তরা। বিয়েতে চিরাচরিত লাল শাড়ির বদলে হালকা গোলাপি লেহেঙ্গায় স্নিগ্ধতা ছড়ানো কিংবা আপকামিং ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় সবখানেই ফিট আনুশকা। তাইতো ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেই প্রশংসায় ভাসেন এই বলিউড ডিভা। আজ ৩৪ তম জন্মদিনে আনুশকা শর্মার সেরা ফ্যাশন মুহূর্তগুলো ফিরে দেখা যাক—
অভিনয়, প্রযোজনা, সংসার সমানতালে সামলে চলেছেন জনপ্রিয় বলিউড তারকা আনুশকা শর্মা। সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীদের মনে স্বাভাবিক ভাবেই কৌতূহল, এত দায়িত্ব সামলেও কীভাবে সব সময় নিজেকে চনমনে রাখেন আনুশকা? অভিনয়ের পাশাপাশি আনুশকার ফ্যাশন সচেতনতায়ও মুগ্ধ ভক্তরা। বিয়েতে চিরাচরিত লাল শাড়ির বদলে হালকা গোলাপি লেহেঙ্গায় স্নিগ্ধতা ছড়ানো কিংবা আপকামিং ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় সবখানেই ফিট আনুশকা। তাইতো ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেই প্রশংসায় ভাসেন এই বলিউড ডিভা। আজ ৩৪ তম জন্মদিনে আনুশকা শর্মার সেরা ফ্যাশন মুহূর্তগুলো ফিরে দেখা যাক—
এবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৩২ মিনিট আগেনতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রদর্শনী এবং অনুস্বর সংলাপ নামের একটা অনুষ্ঠানের আয়োজন করছি। প্রতিবছর এই সংলাপে একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসা হয় নাট্যকর্মী ও দর্শকদের সামনে। নির্দিষ্ট বিষয়ের ওপর তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে শুরু হয় সংলাপ। দর্শকেরা অতিথিকে প্রশ্ন করেন।
৪ ঘণ্টা আগেপারিবারিক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারিক স্বপন, সমাপ্তি মাসুক প্রমুখ।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে