Ajker Patrika

এতদিন পর ফিরছেন আনুশকা

এতদিন পর ফিরছেন আনুশকা

আনুশকা শর্মাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে জমিয়ে অভিনয় করলেও ছবিটির বক্স অফিস রিপোর্ট অত ভালো ছিল না।

এর পর প্রযোজনায় এসেছেন অভিনেত্রী। ক্যামেরার পেছনে সময় দিলেও এরমধ্যে অভিনেত্রী হিসেবে পাওয়া যায়নি আনুশকাকে। প্রায় ৩ বছর পর্দার বাইরে তিনি। এতদিন পর কামব্যাক করছেন আনুশকা। তা-ও একটি নয়, ফিরছেন একসঙ্গে তিনটি ছবি নিয়ে!

আনুশকা শর্মাজানা গেছে, ৩টি বড় বাজেটের ছবি নিয়ে ফিরছেন আনুশকা শর্মা। ২০২২ সালেই শুরু হবে ছবি তিনটির শুটিং। দুটি ছবি মুক্তি পাবে সিনেমা হলে, আরেকটি ওয়েব প্ল্যাটফর্মে। ওয়েব ফিল্মটি নাকি ভারতীয় ওটিটি-র জগতে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে।

দীর্ঘদিনের এই বিরতি কাটিয়ে আনুশকা নাকি আরও শক্তিশালী হিসেবে পর্দায় ফিরছেন। তাঁর এবারের ছবিগুলি গল্প ও বিষয়ের দিক থেকে একেবারেই আলাদা।

অভিনয়ের পাশাপাশি আনুশকা একজন সফল প্রযোজকও। ‘পাতাল লোক’, ‘বুলবুল’, ‘মাই’, ‘কালা’-র মতো অনেক ছবি ও সিরিজের প্রযোজক তিনি। নিজের প্রযোজনার তিনটি ছবিতে অভিনয়ও করেছেন আনুশকা— ‘ফিল্লাউরি’, ‘এনএইচটেন’ ও ‘পারি’-তে দেখা গেছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত