যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেন ভারতীয় রাকেশ
যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের মেয়ের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদনে, এটিকে হত্যার পর আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রাসাদসম বাড়ি থেকে রাকেশ কামাল (৫৭), তাঁর স্ত্রী টিনা (৫৪) ও তাঁদের মেয়ে আরিয়ানার (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।