Ajker Patrika

ছুটিতে থাকা মাদ্রাসা শিক্ষকের কক্ষে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২: ২৬
ছুটিতে থাকা মাদ্রাসা শিক্ষকের কক্ষে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাদ্রাসা শিক্ষকের কক্ষ থেকে জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি এলাকার দারুত তাহ্ফিজ বালক-বালিকা মডেল মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম মোহাম্মদ উমাইর। সে মাদ্রাসাটির হেফজখানার শিক্ষার্থী ছিল। এক সপ্তাহে আগে তার মামা ও মাদ্রাসার পরিচালক আবদুর রহমান তাকে এখানে ভর্তি করান। সে বটতলী ইউনিয়নের আইমঙ্গল এলাকার মুহাম্মদ ছৈয়দের ছেলে।

মাদ্রাসার পরিচালক আবদুর রহমান বলেন, ‘গত সপ্তাহে এখানে ভর্তি হয় সে। সম্পর্কে আমার আপন বোনের ছেলে। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাতেও সহপাঠীদের সঙ্গে ক্লাসে ছিল। আজ শুক্রবার সকাল ৮টার দিকেও ক্লাস করে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় গামছা নিয়ে সহকারী শিক্ষক মৌলানা এমরানের কক্ষের দিকে ঢোকে। দুপুরের দিকে আমরা সে কক্ষের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় দেখি।’

তিনি আরও বলেন, ‘আমার প্রতিষ্ঠানে পাঁচজন শিক্ষকের মধ্যে দুজন ছুটিতে গেছেন গতকাল বৃহস্পতিবার। আমরা তিনজনই প্রতিষ্ঠানে ছিলাম। যে কক্ষে লাশ পাওয়া গেছে ওই শিক্ষক ছুটিতে গেছেন। কী কারণে আমার ভাগনা আত্মহত্যা করল বুঝতে পারছি না।’

আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মাদ্রাসার শিক্ষকের কক্ষের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় শিশুটির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত