Ajker Patrika

নদীতে ঝাঁপ দিয়ে খুলনায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
নদীতে ঝাঁপ দিয়ে খুলনায় যুবকের আত্মহত্যা

খুলনায় নদীতে ঝাঁপ দিয়ে অভিজিৎ সরকার (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার খানজাহান আলী সেতুতে (রূপসা সেতু) এ ঘটনা ঘটে।

অভিজিৎ সরকার নগরীর টুটপাড়ার দিলীপ সরকারের ছেলে। তিনি ফরচুন শিপিং নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। 

নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বেলা ২টার দিকে অভিজিৎ রূপসা সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। খবর পেয়ে বেলা ৩টার দিকে লবণচরা থানা-পুলিশ তার লাশ উদ্ধার করে। পকেটে থাকা তার আইডি কার্ড থেকে তার নাম-ঠিকানা ও পরিচয় জানা যায়। 

ওসি হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অবিবাহিত অভিজিৎ ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ধারণা করা হচ্ছে, ঋণের টাকা শোধ করতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত