প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে।
একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’
সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন।
মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’
থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’
প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে।
একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’
সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন।
মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’
থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৫ ঘণ্টা আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে