Ajker Patrika

প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

বরিশালের মুলাদীতে মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবদুর রশিদ মেম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। 

ওই বাড়ির মাহাবুব হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়ে মেহেনাজ আক্তারকে (১৩) কীটনাশক খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তাসলিমা বেগম মেয়েকে হত্যার পরে নিজেও কীটনাশক পান করেন বলে জানান প্রতিবেশীরা। 

মাহাবুব হাওলাদার জানান, পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি খেতের কাজে বেরিয়ে যান। সকাল সোয়া ১০টার দিকে বাড়ির লোকজনের কাছে জানতে পারেন কীটনাশক পানে মেয়ে মেহেনাজের মৃত্যু হয়েছে এবং স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির এক সদস্য বলেন, সকালে মাহাবুবের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছিল। এর জের ধরে তাসলিমা তার ১৩ বছরের মেয়েকে কীটনাশক খাওয়ান। এতে মেয়ের মৃত্যু হলে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন তাসলিমাকে মুলাদী হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান। 

মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী জানান, তাসলিমার পেট থেকে কীটনাশক বের করা হয়েছে। এখন পর্যবেক্ষণে আছেন।

এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির অভিযুক্ত মা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হওয়ার পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত