চুরির মামলায় দুপুরে গ্রেপ্তার, সন্ধ্যায় থানা হাজতে ‘ঝুলন্ত লাশ’
হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন তিনি। তবে স্বজনদের দাবি, তাঁকে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ।