প্রেমিককে বিএমডব্লিউ ও জমি দিতে না পারায় ভাঙল ডাক্তারের বিয়ে, ‘অপমানে’ আত্মহত্যা
মানুষ যখন পছন্দের মানুষকে বিয়ে করে, তখন সাধারণত যৌতুকের মতো ঘৃণ্য বিষয়টি খুব একটা সামনে আসে না। কিন্তু ভারতের কেরালায় সম্প্রতি প্রেমিকের দাবি মতো বিএমডব্লিউ গাড়ি, জমি ও সোনার গয়না দিতে না পারায় বিয়ে ভেঙে দিয়েছে।