Ajker Patrika

প্রেমিককে বিএমডব্লিউ ও জমি দিতে না পারায় ভাঙল ডাক্তারের বিয়ে, ‘অপমানে’ আত্মহত্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ০১
Thumbnail image

মানুষ যখন পছন্দের মানুষকে বিয়ে করে, তখন সাধারণত যৌতুকের মতো ঘৃণ্য বিষয়টি খুব একটা সামনে আসে না। কিন্তু ভারতের কেরালায় সম্প্রতি প্রেমিকের দাবিমতো বিএমডব্লিউ গাড়ি, জমি ও সোনার গয়না দিতে না পারায় বিয়ে ভেঙে দিয়েছে। সেই অপমানে, ক্ষোভে আত্মহত্যা করেছেন ডাক্তার কনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আত্মহত্যা করা ওই ডাক্তারের নাম শাহানা। তিনি তিরুবনন্তপুরমের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তাঁর মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পুলিশ এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের করেছে। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাবাহারা ডাক্তার শাহানা তাঁর মা ও দুই ভাইবোনের সঙ্গে থাকতেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ডাক্তার ইএ রুয়াইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেমিক তথা পাত্রপক্ষ যৌতুক দাবি করায় বিয়ে ভেঙে যায়। 

শাহানার পরিবারের দাবি, রুয়াইসের পরিবার শাহানার পরিবারের কাছ থেকে ১৫০ গোল্ড সভরেইন বন্ড, একটি বিএমডব্লিউ গাড়ি ও ১৫ একর জমি দাবি করেছিল যৌতুক হিসেবে। কিন্তু শাহানার পরিবার যৌতুকের দাবি মেটানোয় অপারগতা প্রকাশ করলে বরের পরিবার বিয়ে ভেঙে দেয়। 

শাহানার পরিবারের আরও দাবি, বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাহানা। অপমানে তিনি নিজের প্রাণ নিয়ে নেন। আত্মহত্যার আগে একটি নোটে শাহানা লিখে যান, ‘সবাই কেবল টাকাই চায়।’ এই নোট তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত