Ajker Patrika

রাজধানীতে পৃথক স্থানে দুই নারীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২১: ৪৮
Thumbnail image

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঁরা হলেন মুগদার দক্ষিণ মুগদাপাড়ার মিতু রানী দাস (২৮), খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার আতাউর রহমান (৩৮) ও সবুজবাগ থানার আহমেদাবাগ এলাকার আয়েশা বেগম (২৫)। আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টার মধ্যে এই পৃথক তিনটি ঘটনা ঘটে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, মিতু রানীর স্বামী সঞ্জিত চন্দ্র দাস কুয়েতপ্রবাসী। মিতু একমাত্র মেয়ে এবং শাশুড়ির সঙ্গে ওই বাসায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে মিতুর শাশুড়ি নাতনিকে মেয়েকে নিয়ে স্কুলে যান। এরপর ৮টার দিকে বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন মিতুকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। 

এসআই আরও জানান, খবর পেয়ে বাসায় গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মিতু। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

চাঁদপুর সদর উপজেলার নাজিরপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে মিতু রানী দাস। দক্ষিণ মুগদাপাড়া নুরজাহান ভিলার চতুর্থ তলায় থাকতেন। 

এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, খবর বেলা ১১টার দিকে ভূঁইয়াপাড়ার বাসায় ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আতাউরের মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নিহত আতাউর পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ী গ্রামের সোবহান মোল্লার ছেলে। ঢাকায় তিনি পিকআপ ভ্যান চালাতেন। 

মৃত আতাউরের ছেলে নাঈমুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে বাবা-মায়ের ঝগড়া হয়। তখন মাকে মারধর করেন বাবা। গত পরশু দুপুরে মাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। এর পর থেকে বাসায় একাই ছিলেন বাবা। আজ সকালে বাবার মৃত্যু খবর শুনতে পাই।’ 

এদিকে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, আজ ভোর ৪টার দিকে আহমেদবাগের বাড়ির নিচতলায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আয়েশার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাওলাদার গ্রামে। তাঁর বাবার নাম বিল্লাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত