Ajker Patrika

‘প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি
‘প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা’

ওমানে সফি উল্যাহ শাকিল (২৪) নামের বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে ওমানের মাসকাট শহরে এই ঘটনা ঘটে। শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার ছেলে।

শাকিলের ছোট ভাই আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তাঁর বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে কাজে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। গতকাল শনিবার সকালে মাসকাটে তাঁর থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান মোবাইল ফোনে বিষয়টি তাঁদের জানান। 

আবদুল্লাহ আরও বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে আগের রাতেও কথা বলেছেন তিনি। আমরা যতটুকু জেনেছি, তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর সঙ্গে রাগ-অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি।’ শাকিলের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন আবদুল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘শাকিলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে অন্য মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে লাশ আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত