মিরপুরের সিংহভাগ বিহারি টিকাবঞ্চিত
মিরপুরের পল্লবী, কালশী, ১০ নম্বরের বিহারি ক্যাম্পের সিংহভাগ মানুষ এখনো করোনা টিকার আওতায় আসেননি। নিবন্ধনের ঝামেলা ও সচেতনতার অভাবে তাদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম। এ অবস্থায় ক্যাম্পগুলোয় টিকা প্রদানের ব্যবস্থা করলে অধিকাংশ বিহারিকে টিকার আওতায় আনা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।