নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে নৌ ও সড়কপথের দুর্ঘটনায় ভুক্তভোগীরা অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিপূরণ পান না। আইনি জটিলতা ও মামলার দীর্ঘসূত্রতার কারণে তাঁরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন। এর ফলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবার মামলা করার আগ্রহ হারিয়ে ফেলে।
গতকাল সোমবার বিকেলে সিরডাপ মিলনায়তনে ‘নৌপথ ও সড়কপথে অবহেলাজনিত মৃত্যু: ক্ষতিপূরণ ও দায়বদ্ধতা নিশ্চিতে করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আইনি দীর্ঘসূত্রতার কথা তুলে ধরতে গিয়ে আইনজীবী জীবনানন্দ চন্দ জয়ন্ত বলেন, ২০০৩ সালে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চ ডুবে নিহত হন ১১০ জন। নিখোঁজ হন ১৯৯ জন। ২০০৪ সালে এ ঘটনায় মামলা করে ব্লাস্ট। ২০১৬ সালে মামলার রায় ঘোষণা করেন নিম্ন আদালত। ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। বিবাদীপক্ষ ২০১৬ সালে রিভিশন আবেদন করে। এর শুনানি শেষ হয় ২০১৭ সালে। হাইকোর্টে নিম্ন আদালতের রায় বহাল থাকে। কিন্তু দেড় যুগেও ভুক্তভোগীরা ক্ষতিপূরণ পাননি।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২০১৮ সালে ছাত্র আন্দোলনের ফলে যে আইন হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে আইনটি বাস্তবায়িত হওয়ার কথা। তা কার্যকর হয়নি। আইনের বাস্তবায়নের জন্য যে কার্যক্রম দরকার, তা-ও নেওয়া হয়নি। সেটা এখন আবার সংশোধনের দাবি জানানো হচ্ছে।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তাহলে আইনের এই অবস্থা কেন। রাষ্ট্র চাইলে আইনের দুর্বলতা কাটিয়ে ওঠা দুই মিনিটের ব্যাপার।’
বিচারপতি নিজামুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাংবাদিক জ ই মামুন প্রমুখ।
দেশে নৌ ও সড়কপথের দুর্ঘটনায় ভুক্তভোগীরা অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিপূরণ পান না। আইনি জটিলতা ও মামলার দীর্ঘসূত্রতার কারণে তাঁরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন। এর ফলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবার মামলা করার আগ্রহ হারিয়ে ফেলে।
গতকাল সোমবার বিকেলে সিরডাপ মিলনায়তনে ‘নৌপথ ও সড়কপথে অবহেলাজনিত মৃত্যু: ক্ষতিপূরণ ও দায়বদ্ধতা নিশ্চিতে করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আইনি দীর্ঘসূত্রতার কথা তুলে ধরতে গিয়ে আইনজীবী জীবনানন্দ চন্দ জয়ন্ত বলেন, ২০০৩ সালে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চ ডুবে নিহত হন ১১০ জন। নিখোঁজ হন ১৯৯ জন। ২০০৪ সালে এ ঘটনায় মামলা করে ব্লাস্ট। ২০১৬ সালে মামলার রায় ঘোষণা করেন নিম্ন আদালত। ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। বিবাদীপক্ষ ২০১৬ সালে রিভিশন আবেদন করে। এর শুনানি শেষ হয় ২০১৭ সালে। হাইকোর্টে নিম্ন আদালতের রায় বহাল থাকে। কিন্তু দেড় যুগেও ভুক্তভোগীরা ক্ষতিপূরণ পাননি।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২০১৮ সালে ছাত্র আন্দোলনের ফলে যে আইন হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে আইনটি বাস্তবায়িত হওয়ার কথা। তা কার্যকর হয়নি। আইনের বাস্তবায়নের জন্য যে কার্যক্রম দরকার, তা-ও নেওয়া হয়নি। সেটা এখন আবার সংশোধনের দাবি জানানো হচ্ছে।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তাহলে আইনের এই অবস্থা কেন। রাষ্ট্র চাইলে আইনের দুর্বলতা কাটিয়ে ওঠা দুই মিনিটের ব্যাপার।’
বিচারপতি নিজামুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাংবাদিক জ ই মামুন প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪