বর্জ্যে বিষাক্ত খুলনার তিন নদী
ভৈরব ও রূপসার মিলনস্থলে অবস্থান খুলনা মহানগরীর। বিভিন্ন কারখানার বর্জ্যমিশ্রিত দূষিত পানি, তেলের ডিপো, বিদ্যুৎকেন্দ্র ও জাহাজ ধোয়ামোছার তেল-মবিলে এ দুটি নদ-নদীর পানিদূষণ বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। জলজ প্রাণী মারা যাওয়াসহ জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে।