Ajker Patrika

কেসিসি নির্বাচনে খালেক মাঠে, নীরব বিএনপির আগ্রহীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
কেসিসি নির্বাচনে খালেক মাঠে, নীরব বিএনপির আগ্রহীরা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আবার জয়লাভ করার চ্যালেঞ্জ নিয়ে মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ও তাঁর দল আওয়ামী লীগ মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যে নগরীর থানা, ওয়ার্ড ও ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে প্রতিদিন ঘরোয়া সভা-সমাবেশ অব্যাহত রাখা হয়েছে। খালেকের পক্ষে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ১৬ মে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানা গেছে।

কেসিসি নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের তৎপরতা বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, প্রতীক বরাদ্দের পর দলীয়ভাবে জোরেশোরে নির্বাচনী তৎপরতা শুরু করা হবে। বর্তমানে ওয়ার্ড পর্যায়ে দলীয়ভাবে মতবিনিময় সভা-সমাবেশ করা হচ্ছে।

অন্যদিকে পরিকল্পিত ও আধুনিক খুলনা গড়ার লক্ষ্যে সিটি নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করছেন দলটির মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আবদুল আউয়াল। সোমবার মাওলানা আউয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি আগামী রোববার জমা দেওয়ার কথা জানা গেছে।

এদিকে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে এখনো কেন্দ্রের সবুজ সংকেত না পাওয়ায় বিএনপির আগ্রহী প্রার্থীরা নীরব ও অস্বস্তিতে রয়েছেন। বিশেষ করে নগর বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গতবারের বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও তাঁর অনুসারীরা হতাশা ও অস্বস্তির মধ্যে রয়েছেন। তবে বিএনপির কয়েকজন কাউন্সিলর প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে তাঁরা দলের সবুজ সংকেত না পেলে নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আন্দোলন ও নির্বাচন দুটিতেই বিএনপির থাকা উচিত। তবে দল নির্বাচনে না গেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত