Ajker Patrika

কেসিসি নির্বাচনে তৎপর আ.লীগ, নিশ্চুপ বিএনপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯: ২০
কেসিসি নির্বাচনে তৎপর আ.লীগ, নিশ্চুপ বিএনপি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনের তফসিল গত সোমবার ঘোষণা করা হয়েছে। তবে এর বেশ আগে থেকেই বিএনপি ছাড়া ক্ষমতাসীন দলসহ আরও কয়েকটি দলের নেতারা তৎপর হয়ে উঠেছেন। চালাচ্ছেন প্রচার। ভোটারদের রাজনৈতিক আলাপে সরগরম হয়ে উঠেছে পুরো নগর।

কেসিসির বর্তমান মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক। খুলনা নগরীর চলমান উন্নয়নে তাঁর কৃতিত্ব রয়েছে। সেই সুবাদে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাঁকে এক প্রকার ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগেই। এ ছাড়া মেয়র পদে এবার দলের মনোনয়ন পেতে আগ্রহী খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা বারের সভাপতি সাইফুল ইসলামও। নগরীর ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলটির বর্তমান কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন।

মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও আবার নির্বাচন করার ব্যাপারে আমি আশাবাদী। সে জন্য নির্বাচনী তৎপরতা অনেক আগেই শুরু করেছি। এরই মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিয়েছি। খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চেষ্টা অব্যাহত রেখেছি।’

এদিকে তফসিল ঘোষণা করা হলেও বিএনপি অনেকটাই নিশ্চুপ। দলটির নেতাদের পরিষ্কার বার্তা, তাঁরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেন না। যদি দলের কেউ নির্বাচনে প্রার্থী হন, তাহলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। তবে দলটির নগর কমিটির সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু মনে করেন, নির্বাচনকে কৌশল হিসেবে নিলে আন্দোলন আরও জোরদার করা সম্ভব।

খুলনা নগরে অন্যতম রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি (এরশাদ)। দলটি মহাজোটে থাকায় শরিক দল আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেই কেসিসি নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে বলে জানান জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু।

এদিকে ইসলামী আন্দোলন কেসিসি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। চালাচ্ছে তৎপরতা। তবে তফসিল ঘোষণার পর তাদের নির্বাচনী তৎপরতা আরও জোরদার হচ্ছে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত