সেই ‘ফাতেমা আক্তার’ কি ভালো হয়ে গেছে?
ফেসবুকে সাড়ে ৪ লাখ মানুষ যে পেজ ফলো করেন, সেই পেজে যদি কোনো ভুয়া তথ্য ছড়ায়, তাহলে তার মাত্রা কত ব্যাপক হয়, তা পেজটি মাত্র ১১ দিনেই দেখিয়েছে। ফেসবুকে এমন কয়েক হাজার পেজ বা গ্রুপ আছে, যেখানে প্রতিটিতে লাখ লাখ আইডি যুক্ত। এই প্রতিটি আইডির বন্ধু তালিকাকে বিবেচনায় নিলে এর বিস্তার সহজেই অনুমেয়।