ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উৎসুক জনতার ভিড় ঠেলে সাকিব কোথাও যাওয়ার পথে পড়ে যাচ্ছেন এবং কিছু লোক তাঁকে উদ্ধার করছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘মার মার’ আওয়াজ শোনা যাচ্ছে।
এমন দৃশ্যের সবচেয়ে ভাইরাল পোস্টটি ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলাভিত্তিক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। পোস্টটিতে রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৫ হাজার ৮০০ বার। আর এতে কমেন্ট পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্স ঘুরে দেখা যায়, অনেক মন্তব্যকারী বাংলাদেশি সমর্থকদের নিন্দা করছেন।
অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশি সমর্থকেরা সাকিব আল হাসানের ওপর দৈহিক আক্রমণ করছেন’ দাবি করে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।
ভিডিওটিতে দৃশ্যমান বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির লোগোর সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে চ্যানেলটির ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ১৬ মার্চ ‘বিতর্কের মাঝেই হত্যা মামলার আসামির শোরুম উদ্বোধন করলেন সাকিব’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির সূত্রে এবং ওই সময় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ হত্যা মামলার আসামি, গোপালগঞ্জের রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে সে সময় দুবাই যান সাকিব আল হাসান। সে সময় দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েন সাকিব। কিন্তু সব বিতর্ক ও সমালোচনা উপেক্ষা করে আরাভকে সঙ্গে নিয়েই তাঁর দোকান উদ্বোধন করেন তিনি।
ভিডিওটি দেখুন এখানে।
এই ভিডিওর সূত্রে পরবর্তী অনুসন্ধানে আরেকটি বেসরকারি টিভি চ্যানেল বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ মার্চ ‘দুবাইতে লাঞ্ছিত সাকিব আল হাসান’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ওপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ঘটনাটি দুবাইয়ে খুনের মামলার আসামির সোনার দোকান উদ্বোধনের সময়কার।
ভিডিওটি দেখুন এখানে।
এ ছাড়া ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত ‘মার মার’ আওয়াজ নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘রক’ নামের একটি নাটকের সংলাপ। নাটকটির ৫৪ মিনিট ৩৬ সেকেন্ডে সংলাপটি মোশাররফ করিমের কণ্ঠে শোনা যায়।
নাটকটি দেখুন এখানে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সূত্রে সাকিব আল হাসানের ওপর হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্বকাপের মাঝে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনের জন্য দেশে আসেন সাকিব। আবার ভারতে ফিরে যাওয়ার আগে মিরপুর ইনডোরে অনুশীলন করতে এসে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শোনেন সাকিব আল হাসান।
আজকের পত্রিকাসহ দেশের প্রায় সব সংবাদমাধ্যমেই এ সংবাদ প্রকাশিত হয়।
সিদ্ধান্ত
চলতি বছরের গত ১৫ মার্চ পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যান সাকিব আল হাসান। সে সময় তাঁকে ঘিরে ভিড় করেন বাংলাদেশি প্রবাসীরা। ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একটি ভিডিওকেই সম্প্রতি বাংলাদেশি সমর্থকেরা সাকিব আল হাসানের ওপর আক্রমণ করছেন দাবিতে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উৎসুক জনতার ভিড় ঠেলে সাকিব কোথাও যাওয়ার পথে পড়ে যাচ্ছেন এবং কিছু লোক তাঁকে উদ্ধার করছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘মার মার’ আওয়াজ শোনা যাচ্ছে।
এমন দৃশ্যের সবচেয়ে ভাইরাল পোস্টটি ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলাভিত্তিক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। পোস্টটিতে রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৫ হাজার ৮০০ বার। আর এতে কমেন্ট পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্স ঘুরে দেখা যায়, অনেক মন্তব্যকারী বাংলাদেশি সমর্থকদের নিন্দা করছেন।
অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশি সমর্থকেরা সাকিব আল হাসানের ওপর দৈহিক আক্রমণ করছেন’ দাবি করে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।
ভিডিওটিতে দৃশ্যমান বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির লোগোর সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে চ্যানেলটির ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ১৬ মার্চ ‘বিতর্কের মাঝেই হত্যা মামলার আসামির শোরুম উদ্বোধন করলেন সাকিব’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির সূত্রে এবং ওই সময় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ হত্যা মামলার আসামি, গোপালগঞ্জের রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে সে সময় দুবাই যান সাকিব আল হাসান। সে সময় দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েন সাকিব। কিন্তু সব বিতর্ক ও সমালোচনা উপেক্ষা করে আরাভকে সঙ্গে নিয়েই তাঁর দোকান উদ্বোধন করেন তিনি।
ভিডিওটি দেখুন এখানে।
এই ভিডিওর সূত্রে পরবর্তী অনুসন্ধানে আরেকটি বেসরকারি টিভি চ্যানেল বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ মার্চ ‘দুবাইতে লাঞ্ছিত সাকিব আল হাসান’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ওপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ঘটনাটি দুবাইয়ে খুনের মামলার আসামির সোনার দোকান উদ্বোধনের সময়কার।
ভিডিওটি দেখুন এখানে।
এ ছাড়া ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত ‘মার মার’ আওয়াজ নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘রক’ নামের একটি নাটকের সংলাপ। নাটকটির ৫৪ মিনিট ৩৬ সেকেন্ডে সংলাপটি মোশাররফ করিমের কণ্ঠে শোনা যায়।
নাটকটি দেখুন এখানে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সূত্রে সাকিব আল হাসানের ওপর হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্বকাপের মাঝে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনের জন্য দেশে আসেন সাকিব। আবার ভারতে ফিরে যাওয়ার আগে মিরপুর ইনডোরে অনুশীলন করতে এসে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শোনেন সাকিব আল হাসান।
আজকের পত্রিকাসহ দেশের প্রায় সব সংবাদমাধ্যমেই এ সংবাদ প্রকাশিত হয়।
সিদ্ধান্ত
চলতি বছরের গত ১৫ মার্চ পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যান সাকিব আল হাসান। সে সময় তাঁকে ঘিরে ভিড় করেন বাংলাদেশি প্রবাসীরা। ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একটি ভিডিওকেই সম্প্রতি বাংলাদেশি সমর্থকেরা সাকিব আল হাসানের ওপর আক্রমণ করছেন দাবিতে প্রচার করা হচ্ছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ছয়মাস পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
৪ ঘণ্টা আগেদেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যু হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে রাতের বেলা একজন যুবককে আন্ডারওয়্যার পরা অবস্থায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পাশের
২ দিন আগেসম্প্রতি দেশে একাধিক ধর্ষণের তথ্য সংবাদমাধ্যমে এসেছে। ঢাকায় প্রকাশ্যে একজন ভিখারিকে ধর্ষণ করা হচ্ছে— দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেশেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১২তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ২৭ জন লবিস্ট অংশগ্রহণ করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে