ফ্যাক্টচেক ডেস্ক
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। তবে দল দেশে ফেরার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আর থাকছেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আজকের পত্রিকাকেও নিশ্চিত করেছিলেন সাবেক এ প্রোটিয়া কিংবদন্তি ফাস্ট বোলার।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাঁর এ না থাকা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে জড়িয়ে একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অ্যালান ডোনাল্ড তাঁর কাছে ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে হতাশার কথা বলেছেন। শরিফুল বলেছেন, ‘শেষ অনুশীলনের আগে স্যার (ডোনাল্ড) আমায় বলেছিল, তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার।’
ফেসবুকে এই দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টটিতে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৪৮ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৫২৬ বার। আর এতে কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ৬শ। পোস্টটির কমেন্টবক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী শরিফুলের মন্তব্যটি সত্য মনে করছেন।
পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যাচ্ছে, শরিফুলের নামে অ্যালান ডোনাল্ডকে নিয়ে প্রচারিত মন্তব্যটি বানোয়াট। তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
শরিফুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁর পেজে সবশেষ গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে পোস্ট দেখা যাচ্ছে। এর আগের পোস্টটি গত ১২ অক্টোবরের।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে শরিফুলের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তবে পোস্টগুলোর সূত্রে স্পোর্টস এক্স নামের একটি ফেসবুক পেজের ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ড ধরে অনুসন্ধানে পেজটিতে শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৬ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্ৰথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। এ পোস্টেও শরিফুলের নামে প্রচারিত বক্তব্যটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে শরিফুলের নামে প্রচারিত এ বক্তব্যটির সূত্র জানতে চেয়ে স্পোর্টস এক্স পেজটিতে দেওয়া মোবাইল নম্বরে আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ফোনের অপরপক্ষ থেকে বলা হয়, তিনি শুধু ভিডিও বিভাগ দেখেন। শরিফুলের বক্তব্যের তথ্যসূত্র জানা নেই। তাঁর কাছ থেকে নেওয়া কথিত পেজ অ্যাডমিনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে অপর পাশ থেকে কোনো সাড়া মেলেনি।
ফেসবুক পেজটি ঘুরে আজ রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে একই ধরনের পোস্ট করা হয়। তবে এবার বাংলাদেশি আরেক পেসার হাসান মাহমুদের নামে সেটি প্রচারিত। দাবি করা হয়েছে, অ্যালান ডোনাল্ড হাসানের কাছেও একই মন্তব্য করেছেন। এ পোস্টটিতেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
এ ছাড়া শরিফুল বা হাসান মাহমুদ বা অন্য কোনো ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
যেমন, শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ শেষে অ্যালান ডোনাল্ডকে নিয়ে তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
আজকের পত্রিকাসহ দেশের সব সংবাদমাধ্যমেই তাসকিনের এ বক্তব্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বিসিবির সঙ্গে তাঁর চলতি মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। চাকরি ছাড়ার ঘোষণার আগে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউটের আবেদন নিয়ে সমালোচনা করেন তিনি। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিবি থেকে তাঁকে চিঠি দিয়ে অসন্তোষের কথা জানানো হয়।
সিদ্ধান্ত
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। তাঁর এ দায়িত্ব ছাড়াকে কেন্দ্র করে পেসার শরিফুল ইসলামকে জড়িয়ে একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অ্যালান ডোনাল্ড তাঁকে বলেছেন— বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবৰ্তন দরকার। অনুসন্ধানে দেখা গেছে, ক্রিকেটার শরিফুল এমন কোনো মন্তব্য করেননি। তাঁকেসহ হাসান মাহমুদকে জড়িয়ে কোনো সূত্র উল্লেখ ছাড়াই মন্তব্যটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। তবে দল দেশে ফেরার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আর থাকছেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আজকের পত্রিকাকেও নিশ্চিত করেছিলেন সাবেক এ প্রোটিয়া কিংবদন্তি ফাস্ট বোলার।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাঁর এ না থাকা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে জড়িয়ে একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অ্যালান ডোনাল্ড তাঁর কাছে ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে হতাশার কথা বলেছেন। শরিফুল বলেছেন, ‘শেষ অনুশীলনের আগে স্যার (ডোনাল্ড) আমায় বলেছিল, তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার।’
ফেসবুকে এই দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টটিতে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৪৮ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৫২৬ বার। আর এতে কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ৬শ। পোস্টটির কমেন্টবক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী শরিফুলের মন্তব্যটি সত্য মনে করছেন।
পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যাচ্ছে, শরিফুলের নামে অ্যালান ডোনাল্ডকে নিয়ে প্রচারিত মন্তব্যটি বানোয়াট। তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
শরিফুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁর পেজে সবশেষ গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে পোস্ট দেখা যাচ্ছে। এর আগের পোস্টটি গত ১২ অক্টোবরের।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে শরিফুলের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তবে পোস্টগুলোর সূত্রে স্পোর্টস এক্স নামের একটি ফেসবুক পেজের ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ড ধরে অনুসন্ধানে পেজটিতে শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৬ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্ৰথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। এ পোস্টেও শরিফুলের নামে প্রচারিত বক্তব্যটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে শরিফুলের নামে প্রচারিত এ বক্তব্যটির সূত্র জানতে চেয়ে স্পোর্টস এক্স পেজটিতে দেওয়া মোবাইল নম্বরে আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ফোনের অপরপক্ষ থেকে বলা হয়, তিনি শুধু ভিডিও বিভাগ দেখেন। শরিফুলের বক্তব্যের তথ্যসূত্র জানা নেই। তাঁর কাছ থেকে নেওয়া কথিত পেজ অ্যাডমিনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে অপর পাশ থেকে কোনো সাড়া মেলেনি।
ফেসবুক পেজটি ঘুরে আজ রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে একই ধরনের পোস্ট করা হয়। তবে এবার বাংলাদেশি আরেক পেসার হাসান মাহমুদের নামে সেটি প্রচারিত। দাবি করা হয়েছে, অ্যালান ডোনাল্ড হাসানের কাছেও একই মন্তব্য করেছেন। এ পোস্টটিতেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
এ ছাড়া শরিফুল বা হাসান মাহমুদ বা অন্য কোনো ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
যেমন, শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ শেষে অ্যালান ডোনাল্ডকে নিয়ে তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
আজকের পত্রিকাসহ দেশের সব সংবাদমাধ্যমেই তাসকিনের এ বক্তব্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বিসিবির সঙ্গে তাঁর চলতি মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। চাকরি ছাড়ার ঘোষণার আগে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউটের আবেদন নিয়ে সমালোচনা করেন তিনি। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিবি থেকে তাঁকে চিঠি দিয়ে অসন্তোষের কথা জানানো হয়।
সিদ্ধান্ত
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। তাঁর এ দায়িত্ব ছাড়াকে কেন্দ্র করে পেসার শরিফুল ইসলামকে জড়িয়ে একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অ্যালান ডোনাল্ড তাঁকে বলেছেন— বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবৰ্তন দরকার। অনুসন্ধানে দেখা গেছে, ক্রিকেটার শরিফুল এমন কোনো মন্তব্য করেননি। তাঁকেসহ হাসান মাহমুদকে জড়িয়ে কোনো সূত্র উল্লেখ ছাড়াই মন্তব্যটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগেকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা তরুণী পর্যটক ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে ছিনতাই...
৪ দিন আগে