Ajker Patrika

রুমিন ফারহানাকে নিয়ে প্রচারিত ফটোকার্ডটি আজকের পত্রিকার নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ৫১
রুমিন ফারহানাকে নিয়ে প্রচারিত ফটোকার্ডটি আজকের পত্রিকার নয়

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ছবি এবং আজকের পত্রিকার লোগো ব্যবহার করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফটোকার্ডটিতে একটি প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) স্ক্রিনশট যুক্ত করে দাবি করা হচ্ছে, ‘তীব্র অবসাদ আর মানসিক রোগে ভুগছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা।’ 

আজকের পত্রিকায় এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করা হয়নি। 

ফটোকার্ডে লেখা দাবিটি ফেসবুকে সার্চ করলে এ-সম্পর্কিত কমপক্ষে ১৮টি ফলাফল পাওয়া যায়। এগুলোর মধ্যে Yousuf Islam নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে সোমবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে দেওয়া সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। অন্য অ্যাকাউন্ট ও পেজগুলোতে একই ফটোকার্ড শেয়ার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, ফটোকার্ডটির সঙ্গে আজকের পত্রিকার অনুসৃত ফটোকার্ড ডিজাইনের পার্থক্য রয়েছে। আজকের পত্রিকার ব্র্যান্ড কালারে মিল থাকলেও ফন্ট এবং ডিজাইনে মিল নেই।

এ ছাড়া আজকের পত্রিকা সব সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নীতি মেনে চলে, ফলে গণমাধ্যমটি কোনো ব্যক্তির চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রতিবেদনে বা ফটোকার্ডে কখনো ব্যবহার করে না। আজকের পত্রিকার একজন মুখপাত্র বলেন, ‘আমরা এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করিনি। এটি সম্পূর্ণ ভুয়া।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত