মেশিনারিজ অ্যাকটিভ থাকলে মজুতকারীরা সাহস পেত না: হাইকোর্ট
হাইকোর্ট বলেছেন, ‘সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা) সক্রিয় থাকলে মজুতকারীরা সাহস পেত না। জনসাধারণের এই অবস্থা হতো না। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা (মজুতকারী) সাহস পাবে না। মনোপলি (একচেটিয়া) ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই