Ajker Patrika

দুদক কর্মকর্তা শরীফের অপসারণ: ১০ আইনজীবীর রিটের আদেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৯: ১৮
দুদক কর্মকর্তা শরীফের অপসারণ: ১০ আইনজীবীর রিটের আদেশ মঙ্গলবার

চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণ এবং পাল্টাপাল্টি অভিযোগের স্বাধীন অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ১০ আইনজীবীর করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এই বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই দিন ধার্য করেন। 

দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, যেভাবে আবেদনের পক্ষের আইনজীবী শিশির মনির শুনানি করছেন তাতে সন্দেহ হচ্ছে, তিনি কী ১০ আবেদনকারীদের না শরীফের আইনজীবী। কারণ বারবার আবেদনে শরীফ ঢুকে যাচ্ছে। 

আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘শরীফের পক্ষে-বিপক্ষে আমার কোনো বক্তব্য নেই। তাকে বদলি বা অপসারণ করলে আমার কিছু আসে যায় না। কিন্তু যখন দেখি ‘দুর্নীতির তদন্তে নেমে বিপদে’—তখন আসে যায়। আদালত বলেন, শরীফ তো আসতে পারত। শিশির মনির বলেন, আমরা তো আসতে পারি। আমরা এসে কি ভুল করলাম। কমিশনের দুর্নাম হলে আমিও সংক্ষুব্ধ হই, আমি আসতে পারি। কারণ দুদক পাবলিক প্রতিষ্ঠান। 

খুরশীদ আলম খান বলেন, শরীফের ঘটনা দুদকের অভ্যন্তরীণ বিষয়। শরীফ সংক্ষুব্ধ হলে আদালতে আসতে পারে। তারা (১০ আইনজীবী) আসতে পারেন না। তাদের লুকাসস্ট্যান্ডি (আইনগত এখতিয়ার) নেই। এ ছাড়া দুদকের আদেশের বিরুদ্ধে শরীফ রিভিউ আবেদন করেছে। সেটা বিচারাধীন। তাই এই রিট খারিজ করার আরজি জানাচ্ছি। আজকে শরীফের ইস্যুতে আদেশ দিলে অন্য তদন্ত কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করা যাবে না। তার (শরীফ) অপসারণ ঠেকানোর জন্য তৃতীয় পক্ষ আদালতে এসেছে। 

এ সময় শিশির মনির বলেন, কমিশনে শরীফের করা আবেদনের সঙ্গে এই রিটের কোনো সম্পর্ক নেই। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, দুদকের এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। কি অপরাধে শরীফকে অপসারণ করা হয়েছে, সেটা জানানো হয়নি। শরীফের বক্তব্য শোনা দরকার। তাঁকে তলব করা হোক। এই রিটের পর বলা হচ্ছে তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা। রিট না হলে আমরা কিছুই জানতাম না। 

এ সময় দুদকের আইনজীবী বলেন, শরীফকে ডাকলে তো তার আবেদন হয়ে যাবে। সেটা দরকার নেই। 

আদালত সবার বক্তব্য শুনে আগামী মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করে দেন। 

শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়। এরপর শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত পাল্টাপাল্টি অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। রিটকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। 

তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। পরে ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ পরে সে অনুযায়ী রিট করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত