কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিতরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন। অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিতরা ৪টিতে বিজয়ী হয়েছেন। ২০২২-২৩ অধিবেশনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহছান-তাহের পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত তারেক-মিজান পরিষদে ভাগ হয়ে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে আহছান উল্লাহ বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ৬২১ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক আবদুল্লাহ পেয়েছেন ৪৬৭ ভোট। সাধারণ সম্পাদক আবু তাহের বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৫১৪ ভোট।
গত শুক্রবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ১ হাজার ১৫৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ১০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ওই দিন রাত ১০টায় ভোট গণনা শুরু হয়েপরদিন শুক্রবার সকাল সোয়া ১০টায় শেষ হয়।
এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহিদ উল্লাহ ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও আল মাহমুদ সাগর।
সমিতির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে নুরুল ইসলাম, আবদুল মান্নান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন খান, লাইব্রেরি সম্পাদক পদে মো. লোকমান আহমেদ, এনরোলমেন্ট সেক্রেটারি পদে আব্দুস সবুর, আইটি সম্পাদক পদে এ এম এম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি পদে শাহাবুদ্দিন বিজয়ী হয়েছেন।
এ ছাড়া সদস্য পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হান্নান লিটন, ওমর খালেদ, তাহমিদা আক্তার সুপ্তি বিজয়ী হয়েছেন। আর এই পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী ফাহিমা আক্তার ও মো. নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ। তিনি পেয়েছেন মাত্র ৪৪ ভোট।
ফলাফল ঘোষণা শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহছান-তাহের পরিষদ বিজয় মিছিল বের করে। এ সময় বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজয় মিছিলে আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য আইনজীবীরাও অংশ নেন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিতরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন। অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিতরা ৪টিতে বিজয়ী হয়েছেন। ২০২২-২৩ অধিবেশনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহছান-তাহের পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত তারেক-মিজান পরিষদে ভাগ হয়ে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে আহছান উল্লাহ বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ৬২১ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক আবদুল্লাহ পেয়েছেন ৪৬৭ ভোট। সাধারণ সম্পাদক আবু তাহের বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৫১৪ ভোট।
গত শুক্রবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ১ হাজার ১৫৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ১০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ওই দিন রাত ১০টায় ভোট গণনা শুরু হয়েপরদিন শুক্রবার সকাল সোয়া ১০টায় শেষ হয়।
এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহিদ উল্লাহ ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও আল মাহমুদ সাগর।
সমিতির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে নুরুল ইসলাম, আবদুল মান্নান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন খান, লাইব্রেরি সম্পাদক পদে মো. লোকমান আহমেদ, এনরোলমেন্ট সেক্রেটারি পদে আব্দুস সবুর, আইটি সম্পাদক পদে এ এম এম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি পদে শাহাবুদ্দিন বিজয়ী হয়েছেন।
এ ছাড়া সদস্য পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হান্নান লিটন, ওমর খালেদ, তাহমিদা আক্তার সুপ্তি বিজয়ী হয়েছেন। আর এই পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী ফাহিমা আক্তার ও মো. নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ। তিনি পেয়েছেন মাত্র ৪৪ ভোট।
ফলাফল ঘোষণা শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহছান-তাহের পরিষদ বিজয় মিছিল বের করে। এ সময় বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজয় মিছিলে আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য আইনজীবীরাও অংশ নেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫