Ajker Patrika

প্যানেলের বাইরে প্রার্থী হচ্ছেন তানিয়া-যূথি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭: ৪৭
প্যানেলের বাইরে প্রার্থী হচ্ছেন তানিয়া-যূথি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ব্যারিস্টার তানিয়া আমীর এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

তাঁরা দুজনই আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী হিসেবে পরিচিত। সাদা প্যানেল থেকে মনোনয়ন না পেয়ে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। যদিও তানিয়া আমীর জানিয়েছেন, তিনি মনোনয়ন চাননি।

তানিয়া আমীর সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলামের মেয়ে। যূথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

জানতে চাইলে তানিয়া আজকের পত্রিকাকে বলেন, আইনজীবীদের মর্যাদা পুনরুদ্ধার করতে প্রার্থী হয়েছি। বিজয় নিয়ে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।

নাহিদ সুলতানা যূথি বলেন, নারী উন্নয়নের এই সময় দুইজন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। এজন্য আমরা দুজনেই স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি।

এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে গুলশানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনয়ন বোর্ডের সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী হিসেবে সভাপতি পদে মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে মো. আবদুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত