Ajker Patrika

ধর্ষণ মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আইনজীবী মেহেদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণ মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আইনজীবী মেহেদী

সহকর্মীর করা ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

মেহেদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আজ সোমবার তাঁর ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মেহেদীর বিরুদ্ধে গত ২৫ মার্চ রাজধানীর রমনা মডেল থানায় ওই মামলা করেন তাঁরই এক জুনিয়র সহকর্মী। 

মামলার অভিযোগে বলা হয়, ধর্ষণের শিকার ওই নারী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর জুনিয়র হিসেবে কাজ করতেন। ২০১৮ সালে তাঁর বিয়ে হয়। তিন বছর বয়সী তাঁর একটি সন্তানও রয়েছে। আইনজীবী মেহেদী তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে তাঁর পরামর্শেই গত বছররে ২৮ নভেম্বর স্বামীকে তালাক দেন ওই নারী। কিন্তু এরপর বিয়ে না করে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। 

মামলার অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই নারী তালাক প্রত্যাহার করে স্বামীর কাছে ফিরে যেতে চাইলেও মেহেদী ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। তবে বার কাউন্সিলে অভিযোগ দেওয়ার ভয় দেখালে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেও কোনো স্বীকৃতি দেননি তাঁকে। 

এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ ওই নারী তাঁর বাসায় গেলে মারধর করে বের করে দেওয়া হয়। এছাড়া সমঝোতার কথা বলে ২৪ মার্চ ডেকে নিয়ে আবারও ধর্ষণ করেন এবং হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত