Ajker Patrika

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্থগিত ঘোষণা একাংশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্থগিত ঘোষণা একাংশের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের ১ নম্বর হলরুমে ‘সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’-এই ব্যানারে সাধারণ সভা ডেকে আজ বুধবার নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

সেই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয় নির্বাচনের সাব কমিটিও। এ ছাড়া ভোটার তালিকা সংশোধন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ৯ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে ওই সভায়। 

এদিকে বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নির্বাচন যথা সময়েই হবে। আইনজীবীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আর নির্বাচন স্থগিতে আইনজীবীদের একাংশের সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়।’ 

আইনজীবীদের একাংশের করা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বারের সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে। এতে সদস্য করা হয়েছে—সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সহসভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সহসভাপতি এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সাবেক সহসভাপতি খালেদ আহমেদ, সাবেক সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী, কে এম জাবির, শামীম আহসান হাবীব এবং ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে। 

 ১ নম্বর হলরুমে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল-ইসলাম, সুব্রত চৌধুরী, তৈমুর আলম খন্দকার, গিয়াস উদ্দিন, এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। এ সময় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত