Ajker Patrika

মেশিনারিজ অ্যাকটিভ থাকলে মজুতকারীরা সাহস পেত না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেশিনারিজ অ্যাকটিভ থাকলে মজুতকারীরা সাহস পেত না: হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, ‘সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা) সক্রিয় থাকলে মজুতকারীরা সাহস পেত না। জনসাধারণের এই অবস্থা হতো না। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা (মজুতকারী) সাহস পাবে না। মনোপলি (একচেটিয়া) ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো ৩৬৫ দিনই কার্যকর থাকুক। এটা (বাজার তদারকি বা নিয়ন্ত্রণ) একদিনের কাজ না।’ 

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনে দায়ের করা রিটের শুনানিতে আজ সোমবার হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। সোমবার আদেশের জন্য দিন ধার্য ছিল। তবে আবেদন সংশোধন করে আগামীকাল মঙ্গলবার আবারও জমা দিতে বলেছেন আদালত।

আদালত বলেন, ২০১২ সালে প্রতিযোগিতা আইন হয়েছে। এখন পর্যন্ত এর বাস্তবায়ন নেই। ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা বলেন, পদক্ষেপ নিয়েছি। কমিটি করা হয়েছে। আদালত বলেন, এদিকে সময় তো গড়িয়ে যাচ্ছে। আপনারা সক্রিয় থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। একচেটিয়া ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাওয়ায় এমনটা হচ্ছে। অথচ এটি বন্ধ করতে রেগুলেটরি বডি (নিয়ন্ত্রক সংস্থা) গঠনের কথা আইনে বলা আছে। এখনো সেটা করেননি। আইন করে বসে থাকলে হবে না। পদক্ষেপ নিতে হবে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা বলেন, সরকার সিরিয়াসলি পদক্ষেপ নিচ্ছে। সরকার সক্রিয় আছে। নিয়ন্ত্রক সংস্থা গঠনের কাজে হাত দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হচ্ছে। একচেটিয়াভাবে কেউ যাতে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, তার জন্য ব্যবস্থা নিচ্ছে। এ রকম পরিস্থিতিতে রুল ইস্যুর প্রয়োজন নেই। 

রিটকারীদের আইনজীবী মহিদুল কবীর বলেন, কাজ করলে তো আজকের এই অবস্থা হতো না। রুল ইস্যু হোক। আদালত বলেন, যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। সারা বছর বাজার তদারকি করতে হবে। রোজা আসলে তদারকি হবে, এমনটা হলে হবে না। এটা প্রতিদিনের কাজ, প্রতিদিন করতে হবে। 

গত ৬ মার্চ তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ ওই রিট দায়ের করেন। এর আগে ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিন আইনজীবী। আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করেন তিন আইনজীবী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত