অস্ট্রেলিয়ার কাছে এবার কোথায় ধরা খেল ভারত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ প্রায় থামিয়েই দিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়া নিজেদের ১৫ তম ম্যাচে এসেই হারের স্বাদ পায় কি না, সে সম্ভাবনা গত রাতে শারজায় তৈরি হয়েছিল। কিন্তু আইসিসির ইভেন্টটিতে যারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, তাদের হারানো কি অতই সহজ!