ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।
রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।
সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।
রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।
জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।
রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।
সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।
রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।
জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে