Ajker Patrika

একমাত্র বৃষ্টিই পারে ভারতকে বাঁচাতে

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
ব্রিসবেনে বেকায়দায় ভারত। ছবি: ক্রিকইনফো

ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটা। নিয়মিত বৃষ্টির বাগড়ায় গ্যাবায় অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্টের খেলা ঠিকমতো চালানোই হয়ে উঠেছে দুষ্কর। ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয় তো অনেক দূরের পথ। ম্যাচ ড্র করাই এখন ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ।

গ্যাবায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তিন দিন শেষ হয়েছে আজ। প্রথম ইনিংসে ভারত এখনো ৩৯৪ রানে পিছিয়ে। হারিয়েছে ৪ উইকেট। আরও যে দুই দিন বাকি রয়েছে,আবহাওয়ার পূর্বাভাসে সন্তোষজনক কিছু পাওয়া যায়নি। অ্যাকু ওয়েদার বলছে ব্রিসবেনে চতুর্থ ও পঞ্চম দিনে ১০০ ও ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ তো মেঘলা থাকবেই। বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বেরসিক বৃষ্টি হানা দিয়েছে বারবার। বৃষ্টি এই থামে তো আবার মুষলধারে শুরু হয়-এই ছিল ব্রিসবেনের আজকের আবহাওয়া। সব মিলিয়ে তৃতীয় দিনে খেলা হয়েছে ৩৩.১ ওভার। ১৯৯ বলের খেলাতেই উইকেট পড়েছে ৭টি।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪০৫ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৯৭ বলে শেষ ৩ উইকেট হারিয়েছে অজিরা। যোগ করতে পেরেছে ৪৪ রান। ১১৭.১ ওভারে ৪৪৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ১৫২ রান করেন ট্রাভিস হেড। ১৬০ বলের ইনিংসে মারেন ১৮ চার। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি। যার মধ্যে তিনটিই করেছেন ভারতের বিপক্ষে।

ব্রিসবেন টেস্টেই ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিভ স্মিথ। ১৯০ বলে ১২ চারে করেন ১০১ রান। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে পাঁচবার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষেই এটা করেছেন দুই বার।

ভারত তাদের প্রথম ইনিংসে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৭ ওভারে ৪ উইকেটে ৫১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ৩৩ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল। ৬৪ বলে মেরেছেন ৪ চার। যশস্বী জয়সওয়াল (৪), শুবমান গিল (১), বিরাট কোহলি (৩), ঋষভ পন্ত (৯)-প্রত্যেকে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। মিচেল স্টার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত