ক্রীড়া ডেস্ক
মাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাংবাদিকদের ব্যস্ততার মাঝে ভিন্নতা আনতে এবং সম্প্রীতির প্রতীক হিসেবে মেলবোর্নের জাংশন ওভালে আজ এই ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, দুই দেশের সাংবাদিকদের এই প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। এনডিটিভি প্রতিবেদনটি করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর ওপর ভিত্তি করে। দ্য এজকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচটি বয়কট করেছে।
জাদেজার আলোচিত সংবাদ সম্মেলনের ঘটনাটি ঘটেছে গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে গতকাল সংবাদমাধ্যমের সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ঝামেলাটা বাড়ে মেলবোর্নে যাওয়ার পর। ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছানোর পর বিমানবন্দরে নাইন নিউজের এক ক্যামেরাপারসনের সঙ্গে কথা কাটাকাটি হয় বিরাট কোহলির। সাংবাদিক অনুমতি না নিয়ে সন্তানদের ছবি তুলেছেন বলে কোহলির অভিযোগ ছিল। তবে সেই ক্যামেরাপারসন তা অস্বীকার করেন।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারায় ভারত। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় দ্বিতীয় টেস্টেই। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া পায় ১০ উইকেটের জয়। এরপর বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়েছে।
২৬ ডিসেম্বর এমসিজিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টের পর ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ৩ জানুয়ারি সিরিজের পঞ্চম টেস্ট শুরু হচ্ছে।
মাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাংবাদিকদের ব্যস্ততার মাঝে ভিন্নতা আনতে এবং সম্প্রীতির প্রতীক হিসেবে মেলবোর্নের জাংশন ওভালে আজ এই ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, দুই দেশের সাংবাদিকদের এই প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। এনডিটিভি প্রতিবেদনটি করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর ওপর ভিত্তি করে। দ্য এজকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচটি বয়কট করেছে।
জাদেজার আলোচিত সংবাদ সম্মেলনের ঘটনাটি ঘটেছে গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে গতকাল সংবাদমাধ্যমের সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ঝামেলাটা বাড়ে মেলবোর্নে যাওয়ার পর। ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছানোর পর বিমানবন্দরে নাইন নিউজের এক ক্যামেরাপারসনের সঙ্গে কথা কাটাকাটি হয় বিরাট কোহলির। সাংবাদিক অনুমতি না নিয়ে সন্তানদের ছবি তুলেছেন বলে কোহলির অভিযোগ ছিল। তবে সেই ক্যামেরাপারসন তা অস্বীকার করেন।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারায় ভারত। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় দ্বিতীয় টেস্টেই। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া পায় ১০ উইকেটের জয়। এরপর বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়েছে।
২৬ ডিসেম্বর এমসিজিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টের পর ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ৩ জানুয়ারি সিরিজের পঞ্চম টেস্ট শুরু হচ্ছে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১০ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১২ ঘণ্টা আগে