ক্রীড়া ডেস্ক
ঘরোয়া লিগে ৫-৬ বছর খেলে, ঝালিয়ে-পুড়িয়ে একটু বয়স হলেই জাতীয় দলে ডাক পড়ে। অস্ট্রেলিয়া দলের এই এক রীতিও, অন্যদের চেয়ে এ জায়গায় তারা কিছুটা আলাদা। ডেভিড ওয়ার্নারের বিদায় নিয়েছেন, তাঁর জায়গায় এখনো থিতু হতে পারেননি কোনো ব্যাটার। স্টিভেন স্মিথকে দিয়েও চেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু কাজে আসেনি এই চেষ্টা। তারপর নাথান ম্যাকসুয়েনির ডাক পড়ল।
ম্যাকসুয়েনি অনেক দিন ধরেই ঘরোয়া লিগে পারফর্ম করছিলেন। বয়সটাও ২৬-এর কাছাকাছি। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে তিন টেস্ট খেলে দলের প্রত্যাশা মেটাতে পারেননি এই ওপেনার। সর্বোচ্চ ইনিংস ৩৯ রান। ৬ ইনিংস মিলিয়ে করেছেন ৭২ রান। বক্সিং ডে টেস্টে খেলার জন্য উন্মুখ ছিলেন ম্যাকসুয়েনি, ইনস্টাগ্রামে দিয়েছিলেন স্টোরিও। তাঁর ব্যাট যখন হাসি নেই, ক্রিকেটে অস্ট্রেলিয়াও যেন দিল চমক। ম্যাকসুয়েনিকে চতুর্থ ও পঞ্চম টেস্টের দলেই রাখেনি তারা।
ম্যাকসুয়েনির জায়গায় যিনি সুযোগ পেয়েছেন, সেটিই যেন কিছুটা ব্যতিক্রম অস্ট্রেলিয়া ক্রিকেটে। ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞতার চেয়ে এবার যেন প্রতিভাকে বেছে নিয়েছে তারা। কনস্টাস একটি করে লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন। ব্যাট হাতে একমাত্র টি-টোয়েন্টিতে করেছেন ৫৬ রান, দুই দিন আগে বিগ ব্যাশের এই ম্যাচে ২০ করেছিলেন ফিফটি। লিস্ট ‘এ’ ম্যাচটিতে করেছেন ১০ রান।
তবে প্রথম শ্রেণির ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে কনস্টাসের ৭১৮ রান, গড় ৪২.২৩। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের হয়ে ও ভারতের বিপক্ষে ৯৭ বলে ১০৭ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন সিডনির এই ক্রিকেটার। নভেম্বরেও অস্ট্রেলিয়া ‘এ’ দল ও ভারতের ‘এ’ দলের সিরিজে ছিলেন কনস্টাস, করেছিলেন একটি ফিফটিও। আকাশ দীপ, হারশিত রানা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডিদের মোকাবিলার করার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এবার তাই সুযোগ মিলল জাতীয় দলেও।
কনস্টাসকে দলে নেওয়ার প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘স্যাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে। তার ব্যাটিংয়ের ধরন ভিন্নতা বয়ে আনে এবং আমরা তার খেলায় আরও উন্নতি দেখতে আগ্রহী। আমরা এখনো আত্মবিশ্বাসী যে নাথান টেস্ট স্তরে সফল হওয়ার ক্ষমতা রাখে। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কঠিন ছিল। সিরিজজুড়েই ওপেনারদের জন্য স্পষ্টত চ্যালেঞ্জ ছিল এবং আমরা পরবর্তী দুটি ম্যাচের জন্য ভিন্ন লাইনআপের সুযোগ তৈরি করতে চাই।’
চোটের কারণে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না জশ হ্যাজেলউডের। তাই ১৫ সদস্যের দলের রাখা হয়েছে শন অ্যাবট ও ঝাই রিচার্ডসনকে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। পাঁচ টেস্টের সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।
অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বেয়াউ ওয়েবস্টার।
ঘরোয়া লিগে ৫-৬ বছর খেলে, ঝালিয়ে-পুড়িয়ে একটু বয়স হলেই জাতীয় দলে ডাক পড়ে। অস্ট্রেলিয়া দলের এই এক রীতিও, অন্যদের চেয়ে এ জায়গায় তারা কিছুটা আলাদা। ডেভিড ওয়ার্নারের বিদায় নিয়েছেন, তাঁর জায়গায় এখনো থিতু হতে পারেননি কোনো ব্যাটার। স্টিভেন স্মিথকে দিয়েও চেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু কাজে আসেনি এই চেষ্টা। তারপর নাথান ম্যাকসুয়েনির ডাক পড়ল।
ম্যাকসুয়েনি অনেক দিন ধরেই ঘরোয়া লিগে পারফর্ম করছিলেন। বয়সটাও ২৬-এর কাছাকাছি। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে তিন টেস্ট খেলে দলের প্রত্যাশা মেটাতে পারেননি এই ওপেনার। সর্বোচ্চ ইনিংস ৩৯ রান। ৬ ইনিংস মিলিয়ে করেছেন ৭২ রান। বক্সিং ডে টেস্টে খেলার জন্য উন্মুখ ছিলেন ম্যাকসুয়েনি, ইনস্টাগ্রামে দিয়েছিলেন স্টোরিও। তাঁর ব্যাট যখন হাসি নেই, ক্রিকেটে অস্ট্রেলিয়াও যেন দিল চমক। ম্যাকসুয়েনিকে চতুর্থ ও পঞ্চম টেস্টের দলেই রাখেনি তারা।
ম্যাকসুয়েনির জায়গায় যিনি সুযোগ পেয়েছেন, সেটিই যেন কিছুটা ব্যতিক্রম অস্ট্রেলিয়া ক্রিকেটে। ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞতার চেয়ে এবার যেন প্রতিভাকে বেছে নিয়েছে তারা। কনস্টাস একটি করে লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন। ব্যাট হাতে একমাত্র টি-টোয়েন্টিতে করেছেন ৫৬ রান, দুই দিন আগে বিগ ব্যাশের এই ম্যাচে ২০ করেছিলেন ফিফটি। লিস্ট ‘এ’ ম্যাচটিতে করেছেন ১০ রান।
তবে প্রথম শ্রেণির ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে কনস্টাসের ৭১৮ রান, গড় ৪২.২৩। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের হয়ে ও ভারতের বিপক্ষে ৯৭ বলে ১০৭ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন সিডনির এই ক্রিকেটার। নভেম্বরেও অস্ট্রেলিয়া ‘এ’ দল ও ভারতের ‘এ’ দলের সিরিজে ছিলেন কনস্টাস, করেছিলেন একটি ফিফটিও। আকাশ দীপ, হারশিত রানা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডিদের মোকাবিলার করার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এবার তাই সুযোগ মিলল জাতীয় দলেও।
কনস্টাসকে দলে নেওয়ার প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘স্যাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে। তার ব্যাটিংয়ের ধরন ভিন্নতা বয়ে আনে এবং আমরা তার খেলায় আরও উন্নতি দেখতে আগ্রহী। আমরা এখনো আত্মবিশ্বাসী যে নাথান টেস্ট স্তরে সফল হওয়ার ক্ষমতা রাখে। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কঠিন ছিল। সিরিজজুড়েই ওপেনারদের জন্য স্পষ্টত চ্যালেঞ্জ ছিল এবং আমরা পরবর্তী দুটি ম্যাচের জন্য ভিন্ন লাইনআপের সুযোগ তৈরি করতে চাই।’
চোটের কারণে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না জশ হ্যাজেলউডের। তাই ১৫ সদস্যের দলের রাখা হয়েছে শন অ্যাবট ও ঝাই রিচার্ডসনকে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। পাঁচ টেস্টের সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।
অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বেয়াউ ওয়েবস্টার।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে