Ajker Patrika

অস্ট্রেলিয়াকে ভয় ধরিয়ে দিয়েছিল ভারত

ক্রীড়া ডেস্ক    
সিরিজের তৃতীয় টেস্টে ৯ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসেই পেয়েছেন ৬টি। ছবি: ক্রিকইনফো
সিরিজের তৃতীয় টেস্টে ৯ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসেই পেয়েছেন ৬টি। ছবি: ক্রিকইনফো

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।

টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।

অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত