ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।
টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।
টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে