ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ওপর ছড়ি ঘোরালেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। কারণ, অজিদের যুদ্ধ করতে হচ্ছে আবহাওয়ার সঙ্গে। একই সঙ্গে স্বাগতিকদের চিন্তা বাড়ালেন তারকা পেসার জশ হ্যাজলউড।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার শঙ্কা এখন হ্যাজলউডের। কারণ, গ্যাবায় আজ টেস্টের চতুর্থ দিনে পায়ের মাংসপেশির চোটে পড়েছেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে। পরবর্তীতে তাঁর স্ক্যান করা হয়েছে। দিনের খেলা শুরুর আগে ওয়ার্ম আপের সময় ব্যথা পেয়েছেন বলে খেলা শুরুর দীর্ঘক্ষণ পর মাঠে এসেছেন। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলেন হ্যাজলউড। চতুর্থ দিনে হ্যাজলউড বোলিং করার সুযোগ পেয়েছেন এক ওভার।
হ্যাজলউডকে নিয়ে হতাশার কথা শোনালেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি। সহকারী কোচ বলেন,‘সে সত্যিই খুব হতাশ। আজ সকালে ওয়ার্ম আপের সময় ব্যথাটা টের পেয়েছেন। তার ফিরে আসার পর এটা সত্যিই দুর্ভাগ্যজনক। পাঁজরের চোটের পর সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে এখানে (ব্রিসবেনে) মাংসপেশির চোটে পড়ল।’ ব্রেন্ডন ডগেট, শন অ্যাবট এই দুই ক্রিকেটার আগে থেকেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন। অ্যাডিলেড টেস্টের দলে হ্যাজলউডের কাভার হিসেবে নেওয়া হয়েছিল ডগেট ও অ্যাবটকে। পাঁজরের চোটে অ্যাডিলেড টেস্টে খেলা হয়নি হ্যাজলউডের।
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ফলোঅনে ফেলার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সফল হয়নি। কারণ, ভারত পিছিয়ে ১৯৩ রানে। টস হেরে ব্যাটিং পেয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রানে অলআউট হয়েছে। ভারত এখন পর্যন্ত প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রান করেছে। প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড ও নাথান লায়ন। হ্যাজলউড ব্রিসবেন টেস্টে ৬ ওভারে ২২ রান খরচ করেছেন। দুই ওভার মেডেন দিয়েছেন। টেস্টের আর মাত্র বাকি এক দিন। আগামীকাল পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হ্যাজলউডকে নিয়ে আশঙ্কা সত্যি হলে স্কট বোল্যান্ড ফিরতে যাচ্ছেন বক্সিং ডে টেস্টে। মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টটাই অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হবে নতুন বছরে। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ওপর ছড়ি ঘোরালেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। কারণ, অজিদের যুদ্ধ করতে হচ্ছে আবহাওয়ার সঙ্গে। একই সঙ্গে স্বাগতিকদের চিন্তা বাড়ালেন তারকা পেসার জশ হ্যাজলউড।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার শঙ্কা এখন হ্যাজলউডের। কারণ, গ্যাবায় আজ টেস্টের চতুর্থ দিনে পায়ের মাংসপেশির চোটে পড়েছেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে। পরবর্তীতে তাঁর স্ক্যান করা হয়েছে। দিনের খেলা শুরুর আগে ওয়ার্ম আপের সময় ব্যথা পেয়েছেন বলে খেলা শুরুর দীর্ঘক্ষণ পর মাঠে এসেছেন। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলেন হ্যাজলউড। চতুর্থ দিনে হ্যাজলউড বোলিং করার সুযোগ পেয়েছেন এক ওভার।
হ্যাজলউডকে নিয়ে হতাশার কথা শোনালেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি। সহকারী কোচ বলেন,‘সে সত্যিই খুব হতাশ। আজ সকালে ওয়ার্ম আপের সময় ব্যথাটা টের পেয়েছেন। তার ফিরে আসার পর এটা সত্যিই দুর্ভাগ্যজনক। পাঁজরের চোটের পর সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে এখানে (ব্রিসবেনে) মাংসপেশির চোটে পড়ল।’ ব্রেন্ডন ডগেট, শন অ্যাবট এই দুই ক্রিকেটার আগে থেকেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন। অ্যাডিলেড টেস্টের দলে হ্যাজলউডের কাভার হিসেবে নেওয়া হয়েছিল ডগেট ও অ্যাবটকে। পাঁজরের চোটে অ্যাডিলেড টেস্টে খেলা হয়নি হ্যাজলউডের।
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ফলোঅনে ফেলার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সফল হয়নি। কারণ, ভারত পিছিয়ে ১৯৩ রানে। টস হেরে ব্যাটিং পেয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রানে অলআউট হয়েছে। ভারত এখন পর্যন্ত প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রান করেছে। প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড ও নাথান লায়ন। হ্যাজলউড ব্রিসবেন টেস্টে ৬ ওভারে ২২ রান খরচ করেছেন। দুই ওভার মেডেন দিয়েছেন। টেস্টের আর মাত্র বাকি এক দিন। আগামীকাল পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হ্যাজলউডকে নিয়ে আশঙ্কা সত্যি হলে স্কট বোল্যান্ড ফিরতে যাচ্ছেন বক্সিং ডে টেস্টে। মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টটাই অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হবে নতুন বছরে। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে