ক্রীড়া ডেস্ক
সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।
ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’
কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’
পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।
সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।
ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’
কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’
পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
২ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
২ ঘণ্টা আগে