ক্রীড়া ডেস্ক
সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।
ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’
কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’
পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।
সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।
ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’
কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’
পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১০ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১২ ঘণ্টা আগে