ক্রীড়া ডেস্ক
ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।
ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১০ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১২ ঘণ্টা আগে