Ajker Patrika

হঠাৎ ঘোষণায় ভারতের সঙ্গে সম্পর্ক শেষ অশ্বিনের

ক্রীড়া ডেস্ক    
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি

ব্রিসবেনের গ্যাবায় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা করমর্দনে ব্যস্ত। বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্ট ড্র হওয়ার কিছুক্ষণ পরই সবাইকে চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অশ্বিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের একাদশে না থাকলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন। ভারতের এই স্পিনার তখন বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আমার মনে হচ্ছে ক্রিকেটার হিসেবে আমার এখনো দেওয়ার কিছু বাকি রয়েছে। তবে ক্লাব পর্যায়ের ক্রিকেটে আমি সেটা দেখাতে চাই। তবে ভারতের হয়ে আজই শেষ দিন।’ ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অতীতের অনেক ঘটনার স্মৃতিচারণ অশ্বিন করেন। ভারতের এই কিংবদন্তি স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিতও। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলেন অশ্বিন।

২০১০ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন অশ্বিন। ভারতের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১০৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি। তিন সংস্করণ মিলে ২৮৭ ম্যাচে নিয়েছেন ৭৬৫ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ছিল শেষ ম্যাচ। গোলাপি বলের টেস্টে নিয়েছেন ১ উইকেট। অজিদের বিপক্ষে এবারের সিরিজে এই একটা টেস্টই খেলেন তিনি।

টেস্টেই অনেক রেকর্ড রেকর্ড গড়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নিয়েছেন ৫৩৭ উইকেট। যা টেস্ট ইতিহাসে সপ্তম সর্বোচ্চ। টেস্টে সর্বোচ্চ ১১ বার সিরিজসেরা হয়েছেন। তাঁর সঙ্গে এই তালিকায় যৌথভাবে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। টেস্টে এক ইনিংসে ৩৭ বার ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এই তালিকায় শেন ওয়ার্নের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অশ্বিন। টেস্টে ৯৮ ম্যাচে নিয়েছেন ৫০০ উইকেট। যা ম্যাচের হিসেবে দ্বিতীয় দ্রুততম। ৮৭ ম্যাচে ৫০০ উইকেট নিয়ে এই তালিকায় দ্রুততম মুরালিধরন।

ওয়ানডেতে অশ্বিন সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে। ঘরের মাঠ চেন্নাইয়ে সেই ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পান ১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন আরও আগে। ২০২২ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটাই ভারতের জার্সিতে অশ্বিনের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে ১০ উইকেটে হেরে ভারত বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। তাছাড়া নিজের ইউটিউব চ্যানেলে প্রায় সময়ই ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করেন অশ্বিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত