ই-ক্যাব নির্বাচন কাল, আলোচনায় বর্তমান কমিটির আর্থিক অনিয়ম
গত বছর ১১ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ আয়োজন করে ই-ক্যাব। ওই আয়োজনে বিদেশি অতিথি আমন্ত্রণ, অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, পাবলিক রিলেশনসহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচ দেখানো হয়। ই–ক্যাবের বেশ