আশরাফুল আলম আপন, বদরগঞ্জ (রংপুর)
২০২১-২২ অর্থবছর শেষ হওয়ার বাকি আর মাত্র পাঁচ দিন। এখন পর্যন্ত ঠিকাদারই নিয়োগ করতে পারল না রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পথ্য সামগ্রী সরবরাহে ঠিকাদার নিয়োগে দুইবার জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার নির্বাচন করতে পারেননি টেন্ডার কমিটির সভাপতি। সর্বশেষ পথ্য সামগ্রী সরবরাহে তৃতীয়বারের জন্য গত ২৭ মে গোপনে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়!
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৯ জুন দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় ছিল। বিধি অনুযায়ী ওই দিন দুপুর ১২টা ৩০ মিনিটেই দরপত্র খোলার কথা ছিল। কিন্তু আজ শুক্রবার পর্যন্ত দরপত্রের ঠিকাদার নিয়োগ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের উদ্দেশ্য ছিল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে ঠিকাদার নিয়োগ করা। আব্দুল কুদ্দুস ছয়টি আলাদা নামে দরপত্র জমা দেন। কিন্তু শেষ মুহূর্তে ওই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানতে পারেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সর্দার মধু ও পৌর যুবলীগের আহ্বায়ক আবু তালহা। মধু তড়িঘড়ি করে দুই ঠিকাদারের নামে দুটি দরপত্র জমা দিতে পারলেও আবু তালহা সময়ের অভাবে জমা দিতে পারেননি। মধুর দুটি দরপত্র পড়ায় টেন্ডার কমিটির সভাপতি টিএইচও ডা. আইএফএম সিদ্দিকুল ইসলাম খান পছন্দের ঠিকাদার নিয়োগ দিতে গিয়ে পড়েন বিপাকে। এ নিয়ে গত ১০ জুন আজকের পত্রিকায় ‘পছন্দের ব্যক্তিকে কাজ দিতে গোপনে দরপত্র!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
হাসপাতালের দুইজন কর্মচারী বলেন, ‘কর্তৃপক্ষকে ম্যানেজ করে হাসপাতালে ওষুধ সরবরাহ ও ধোপার কাজসহ ছয়টি ঠিকাদারি কাজ নিয়েছেন আব্দুল কুদ্দুস। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর আব্দুল কুদ্দুসকে পথ্য সামগ্রীর ঠিকাদার নিয়োগ না করতে ওপর থেকে কঠোর নির্দেশনা পান টিএইচও স্যার। ফলে টিএইচও স্যার ঠিকাদার নিয়োগ নিয়ে পড়েছেন বিপাকে। ২০২১-২২ অর্থবছরের আর কয়দিন বাকি থাকলেও ঠিকাদার নিয়োগ করতে পারছেন না তিনি।’ তবে গোপনে কাগজপত্র ঠিক রেখে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সর্দার মধুর জমা দেওয়া দুটি দরপত্রের মধ্য থেকে ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে বলে একটি সূত্রে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস দাবি করে বলেন, ‘বিধি মেনে হলে ওই পথ্য সরবরাহের ঠিকাদারি আমিই পাব।’ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সরদার মধুও একই দাবি করছেন।
হাসপাতালের একজন কর্মচারী বলেন, ‘আব্দুল কুদ্দুস হাসপাতালে খাদ্য সরবরাহ করছেন পাঁচ বছর ধরে। এরই মধ্যে তিনি ৩১ লাখ টাকার ওষুধ সরবরাহের দরপত্রসহ হাসপাতালের ছয়টি কাজ বাগিয়ে নিয়েছেন। যদি খাদ্য সরবরাহের ঠিকাদারিও তিনি পান তাহলে পুরো হাসপাতালের নিয়ন্ত্রণ তাঁর হাতে চলে যাবে। খাদ্যের ঠিকাদারি নিয়োগের আগে এটাও ভাবছেন দরপত্র কমিটির নেতারা।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পৌর যুবলীগের আহ্বায়ক আবু তালহা বলেন, ‘টিএইচও তাঁর মনোনীত ব্যক্তিকে কাজ দিতে গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় পর ঠিকাদার নিয়োগ নিয়ে বিপাকে পড়েছেন টিএইচও।’ তবে আবু তালহা অভিযোগ করে বলেন, ‘যে আটটি দরপত্র জমা পড়েছে বিধি অনুযায়ী হলে সেগুলো বাতিল হওয়ার কথা। কারণ ঠিকাদারের স্বাক্ষরগুলো জাল।’
এখনো ঠিকাদার নিয়োগ না হওয়ার কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আইএফএম সিদ্দিকুল ইসলাম খান এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, কাগজপত্রগুলো যাচাই-বাছাই করতে একটু সময় লাগছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে ঠিকাদার নিয়োগ হয়ে যাবে।’
তবে আব্দুল কুদ্দুস খাদ্যের দরপত্রের তালিকায় খাসির মাংসের কেজি দেখিয়েছেন ৫৫০ টাকা—এ কারণে তাঁকে নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও জানান টিএইচও সিদ্দিকুল।
২০২১-২২ অর্থবছর শেষ হওয়ার বাকি আর মাত্র পাঁচ দিন। এখন পর্যন্ত ঠিকাদারই নিয়োগ করতে পারল না রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পথ্য সামগ্রী সরবরাহে ঠিকাদার নিয়োগে দুইবার জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার নির্বাচন করতে পারেননি টেন্ডার কমিটির সভাপতি। সর্বশেষ পথ্য সামগ্রী সরবরাহে তৃতীয়বারের জন্য গত ২৭ মে গোপনে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়!
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৯ জুন দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় ছিল। বিধি অনুযায়ী ওই দিন দুপুর ১২টা ৩০ মিনিটেই দরপত্র খোলার কথা ছিল। কিন্তু আজ শুক্রবার পর্যন্ত দরপত্রের ঠিকাদার নিয়োগ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের উদ্দেশ্য ছিল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে ঠিকাদার নিয়োগ করা। আব্দুল কুদ্দুস ছয়টি আলাদা নামে দরপত্র জমা দেন। কিন্তু শেষ মুহূর্তে ওই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানতে পারেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সর্দার মধু ও পৌর যুবলীগের আহ্বায়ক আবু তালহা। মধু তড়িঘড়ি করে দুই ঠিকাদারের নামে দুটি দরপত্র জমা দিতে পারলেও আবু তালহা সময়ের অভাবে জমা দিতে পারেননি। মধুর দুটি দরপত্র পড়ায় টেন্ডার কমিটির সভাপতি টিএইচও ডা. আইএফএম সিদ্দিকুল ইসলাম খান পছন্দের ঠিকাদার নিয়োগ দিতে গিয়ে পড়েন বিপাকে। এ নিয়ে গত ১০ জুন আজকের পত্রিকায় ‘পছন্দের ব্যক্তিকে কাজ দিতে গোপনে দরপত্র!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
হাসপাতালের দুইজন কর্মচারী বলেন, ‘কর্তৃপক্ষকে ম্যানেজ করে হাসপাতালে ওষুধ সরবরাহ ও ধোপার কাজসহ ছয়টি ঠিকাদারি কাজ নিয়েছেন আব্দুল কুদ্দুস। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর আব্দুল কুদ্দুসকে পথ্য সামগ্রীর ঠিকাদার নিয়োগ না করতে ওপর থেকে কঠোর নির্দেশনা পান টিএইচও স্যার। ফলে টিএইচও স্যার ঠিকাদার নিয়োগ নিয়ে পড়েছেন বিপাকে। ২০২১-২২ অর্থবছরের আর কয়দিন বাকি থাকলেও ঠিকাদার নিয়োগ করতে পারছেন না তিনি।’ তবে গোপনে কাগজপত্র ঠিক রেখে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সর্দার মধুর জমা দেওয়া দুটি দরপত্রের মধ্য থেকে ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে বলে একটি সূত্রে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস দাবি করে বলেন, ‘বিধি মেনে হলে ওই পথ্য সরবরাহের ঠিকাদারি আমিই পাব।’ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সরদার মধুও একই দাবি করছেন।
হাসপাতালের একজন কর্মচারী বলেন, ‘আব্দুল কুদ্দুস হাসপাতালে খাদ্য সরবরাহ করছেন পাঁচ বছর ধরে। এরই মধ্যে তিনি ৩১ লাখ টাকার ওষুধ সরবরাহের দরপত্রসহ হাসপাতালের ছয়টি কাজ বাগিয়ে নিয়েছেন। যদি খাদ্য সরবরাহের ঠিকাদারিও তিনি পান তাহলে পুরো হাসপাতালের নিয়ন্ত্রণ তাঁর হাতে চলে যাবে। খাদ্যের ঠিকাদারি নিয়োগের আগে এটাও ভাবছেন দরপত্র কমিটির নেতারা।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পৌর যুবলীগের আহ্বায়ক আবু তালহা বলেন, ‘টিএইচও তাঁর মনোনীত ব্যক্তিকে কাজ দিতে গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় পর ঠিকাদার নিয়োগ নিয়ে বিপাকে পড়েছেন টিএইচও।’ তবে আবু তালহা অভিযোগ করে বলেন, ‘যে আটটি দরপত্র জমা পড়েছে বিধি অনুযায়ী হলে সেগুলো বাতিল হওয়ার কথা। কারণ ঠিকাদারের স্বাক্ষরগুলো জাল।’
এখনো ঠিকাদার নিয়োগ না হওয়ার কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আইএফএম সিদ্দিকুল ইসলাম খান এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, কাগজপত্রগুলো যাচাই-বাছাই করতে একটু সময় লাগছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে ঠিকাদার নিয়োগ হয়ে যাবে।’
তবে আব্দুল কুদ্দুস খাদ্যের দরপত্রের তালিকায় খাসির মাংসের কেজি দেখিয়েছেন ৫৫০ টাকা—এ কারণে তাঁকে নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও জানান টিএইচও সিদ্দিকুল।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪