Ajker Patrika

ভাতার টাকা আত্মসাৎ আনসারদের বিক্ষোভ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ১০
ভাতার টাকা আত্মসাৎ আনসারদের বিক্ষোভ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যের ভাতার টাকা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচনকালীন দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন পরিমাণ টাকা নিয়েছেন আনসার ও ভিডিপি কর্মকর্তা। এমনকি ৫ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা বলে এখন কম দেওয়া হচ্ছে।

ইউএনও সোহেল রানা বলেন, ‘আনসার ও ভিডিপির সদস্যদের ভাতার টাকা আত্মসাৎ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্ট কার্যালয় ও আনসার-ভিডিপির সদস্য সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়ায় ৮টি ইউপি নির্বাচনে উপজেলার ১ হাজার ৩২৬ আনসার ও ভিডিপি সদস্য চার দিন নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন। এ জন্য শুরুতে ৪ থেকে ৫ হাজার টাকা ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তৎকালীন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমানসহ কার্যালয়ের অন্য সদস্যরা অফিস খরচের নামে তাঁদের কাছ থেকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত টাকা নেন।

এদিকে গতকাল ভাতা বিতরণের দিনে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ২ হাজার ১৯০ টাকা এবং পিসি ও এপিসিদের মধ্যে ২ হাজার ৪৫০ টাকা ভাতা দেওয়া হয়। পরে আনসার ও ভিডিপি সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

আনসার ও ভিডিপির কর্মকর্তা বলেন, ‘আমি সদস্যদের কাছ থেকে কোনো টাকা নিইনি। অন্য সময় তাঁরা সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার করে ভাতা পেয়েছেন। এবার সরকার থেকে ভাতা কম আসায় আমার বিরুদ্ধে অভিযোগ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...