Ajker Patrika

ভাতার টাকা আত্মসাৎ আনসারদের বিক্ষোভ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ১০
ভাতার টাকা আত্মসাৎ আনসারদের বিক্ষোভ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যের ভাতার টাকা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচনকালীন দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন পরিমাণ টাকা নিয়েছেন আনসার ও ভিডিপি কর্মকর্তা। এমনকি ৫ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা বলে এখন কম দেওয়া হচ্ছে।

ইউএনও সোহেল রানা বলেন, ‘আনসার ও ভিডিপির সদস্যদের ভাতার টাকা আত্মসাৎ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্ট কার্যালয় ও আনসার-ভিডিপির সদস্য সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়ায় ৮টি ইউপি নির্বাচনে উপজেলার ১ হাজার ৩২৬ আনসার ও ভিডিপি সদস্য চার দিন নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন। এ জন্য শুরুতে ৪ থেকে ৫ হাজার টাকা ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তৎকালীন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমানসহ কার্যালয়ের অন্য সদস্যরা অফিস খরচের নামে তাঁদের কাছ থেকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত টাকা নেন।

এদিকে গতকাল ভাতা বিতরণের দিনে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ২ হাজার ১৯০ টাকা এবং পিসি ও এপিসিদের মধ্যে ২ হাজার ৪৫০ টাকা ভাতা দেওয়া হয়। পরে আনসার ও ভিডিপি সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

আনসার ও ভিডিপির কর্মকর্তা বলেন, ‘আমি সদস্যদের কাছ থেকে কোনো টাকা নিইনি। অন্য সময় তাঁরা সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার করে ভাতা পেয়েছেন। এবার সরকার থেকে ভাতা কম আসায় আমার বিরুদ্ধে অভিযোগ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত