নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নির্বাচন। নির্বাচনের আগে আলোচনায় উঠে এসেছে সংগঠনটির বর্তমান কমিটির নানা আর্থিক অনিয়মের বিষয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুম প্ল্যাটফর্মে আয়োজিত একটি ই-কমার্স সম্মেলনে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচের অনিয়মের বিষয়টি।
জানা গেছে, গত বছর ১১ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ আয়োজন করে ই-ক্যাব। ওই আয়োজনে বিদেশি অতিথি আমন্ত্রণ, অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, পাবলিক রিলেশনসহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচ দেখানো হয়। ই–ক্যাবের বেশ কয়েকজন সদস্য বলছেন, জুমে আয়োজিত এই সভায় কোনোভাবেই এত খরচ হতে পারে না। এ বিষয়ে ই–ক্যাবের সর্বশেষ এজিএমেও প্রশ্নের সম্মুখীন হন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
এ বিষয়ে জানতে আবদুল ওয়াহেদ তমালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, ৫০ হাজার বা এক লাখ টাকার অনিয়মের অভিযোগ আসতেই পারে ৷ যারা এসব অভিযোগ করছেন তাঁরা যে বিশাল অঙ্কের অনিয়মে জড়াবেন না, তার নিশ্চয়তা তারা দিতে পারবেন কিনা এমন প্রশ্নও করেন তিনি।
এ বিষয়ে এ বারের নির্বাচনে শমী কায়সারের প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘ঐক্যে’র নেতৃত্বে থাকা আব্দুল আজিজ বলেন, আমি কারও সমালোচনা করতে চাই না। তবে যে কোনো সংগঠনেই স্বচ্ছতা, জবাবদিহি থাকা জরুরি। এ জন্যই আমরা এবার নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চাই পরবর্তীতে যেন এমন কোনো অভিযোগ না ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচন হচ্ছে বলে এত অভিযোগ সামনে আনা হচ্ছে। যারা অভিযোগ করছেন তাঁরা একসময় ই–ক্যাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করত। এখন ই–ক্যাব বড় সংগঠন হয়েছে, ই–ক্যাবের টাকা হয়েছে, এখন তাঁরা এখানে নির্বাচন করতে এসেছেন। এত দিন এদের কারও খোঁজও পাওয়া যায়নি।’
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এতে অংশ নিচ্ছেন ৩১ জন প্রার্থী। এই নির্বাচনের মাধ্যমে ৯ জন পরিচালক নির্বাচিত হবেন। ই–ক্যাবের সদস্য প্রায় ১৭ শ। তবে এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৭৯৫ জন।
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নির্বাচন। নির্বাচনের আগে আলোচনায় উঠে এসেছে সংগঠনটির বর্তমান কমিটির নানা আর্থিক অনিয়মের বিষয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুম প্ল্যাটফর্মে আয়োজিত একটি ই-কমার্স সম্মেলনে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচের অনিয়মের বিষয়টি।
জানা গেছে, গত বছর ১১ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ আয়োজন করে ই-ক্যাব। ওই আয়োজনে বিদেশি অতিথি আমন্ত্রণ, অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, পাবলিক রিলেশনসহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচ দেখানো হয়। ই–ক্যাবের বেশ কয়েকজন সদস্য বলছেন, জুমে আয়োজিত এই সভায় কোনোভাবেই এত খরচ হতে পারে না। এ বিষয়ে ই–ক্যাবের সর্বশেষ এজিএমেও প্রশ্নের সম্মুখীন হন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
এ বিষয়ে জানতে আবদুল ওয়াহেদ তমালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, ৫০ হাজার বা এক লাখ টাকার অনিয়মের অভিযোগ আসতেই পারে ৷ যারা এসব অভিযোগ করছেন তাঁরা যে বিশাল অঙ্কের অনিয়মে জড়াবেন না, তার নিশ্চয়তা তারা দিতে পারবেন কিনা এমন প্রশ্নও করেন তিনি।
এ বিষয়ে এ বারের নির্বাচনে শমী কায়সারের প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘ঐক্যে’র নেতৃত্বে থাকা আব্দুল আজিজ বলেন, আমি কারও সমালোচনা করতে চাই না। তবে যে কোনো সংগঠনেই স্বচ্ছতা, জবাবদিহি থাকা জরুরি। এ জন্যই আমরা এবার নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চাই পরবর্তীতে যেন এমন কোনো অভিযোগ না ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচন হচ্ছে বলে এত অভিযোগ সামনে আনা হচ্ছে। যারা অভিযোগ করছেন তাঁরা একসময় ই–ক্যাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করত। এখন ই–ক্যাব বড় সংগঠন হয়েছে, ই–ক্যাবের টাকা হয়েছে, এখন তাঁরা এখানে নির্বাচন করতে এসেছেন। এত দিন এদের কারও খোঁজও পাওয়া যায়নি।’
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এতে অংশ নিচ্ছেন ৩১ জন প্রার্থী। এই নির্বাচনের মাধ্যমে ৯ জন পরিচালক নির্বাচিত হবেন। ই–ক্যাবের সদস্য প্রায় ১৭ শ। তবে এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৭৯৫ জন।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
৮ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
৯ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
৯ ঘণ্টা আগে