Ajker Patrika

উন্নয়ন ফি নিজের কাছে রাখায় ঢাবি কর্মকর্তার পদাবনতি

ঢাবি প্রতিনিধি
উন্নয়ন ফি নিজের কাছে রাখায় ঢাবি কর্মকর্তার পদাবনতি

শিক্ষার্থীদের দেওয়া উন্নয়ন ফির টাকা বিভাগের ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সহকারী মাহবুব আলমকে পদাবনতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

পদাবনতি হওয়া মাহবুব এখন থেকে সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার) দায়িত্ব পালন করবেন। 

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীরা বিভাগের উন্নয়ন ফি দেয়। এই কর্মকর্তা উন্নয়ন ফির ২ লাখ ১৫ হাজার টাকা বিভাগের অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। বিষয়টি জানাজানি হলে বিভাগ তদন্ত শুরু করে। এরপর তিনি সেই টাকা ব্যাংকে জমা দিয়ে চিঠি দিয়ে বিভাগের কাছে ক্ষমা চান। বিভাগ সে বিষয়টি সিন্ডিকেটকে অবহিত করলে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। 

অধ্যাপক হুমায়ুন বলেন, ‘সে ক্ষমা চেয়েছে তারপরও এটা একটা অপরাধ। বিভাগ এটি সিন্ডিকেটের নজরে এনেছে। আর সিন্ডিকেট তাকে শাস্তি দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত