ভালো নেই অনলাইনের নারী উদ্যোক্তারা
‘যে রংটা ৮০ টাকায় কিনতাম, এখন সেটা ১২০ টাকায় কিনতে হচ্ছে। যে কাপড়টা ২২০ টাকায় পেতাম, এখন এর জন্য ৩৫০ টাকা গুনতে হচ্ছে। আবার দাম বাড়িয়ে বিক্রি করলে ক্রেতা পাচ্ছি না।’ বলছিলেন দেশীয় পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মিরা অ্যাটায়ারের স্বত্বাধিকারী পূর্ণিমা ত্রিপুরা