ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।
স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।
এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’
ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।
ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে।
ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।
স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।
এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’
ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।
ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
১ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
১ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
২ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
২ ঘণ্টা আগে