Ajker Patrika

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে আল নাহিয়ানের ব্যতিক্রমী আয়োজন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৪: ২৩
শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে আল নাহিয়ানের ব্যতিক্রমী আয়োজন

ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্রাইট স্কিলসের সঙ্গে সংযুক্ত হয়ে অনলাইনে ‘শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা’ শিরোনামে পাঠদান কার্যক্রমে মেন্টর হিসেবে যুক্ত হলেন লেখক, নির্মাতা ও উপস্থাপক আল নাহিয়ান। সম্প্রতি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘মিট দ্য মেন্টর’ অনুষ্ঠানে মেন্টর হিসেবে তাঁর অভিষেক হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রেডিও ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ আর.জে নীরব। তিনি বলেন, ‘আল নাহিয়ানকে দীর্ঘদিন ধরে নানাভাবে জনসম্মুখে আসতে দেখেছি। এর আগে শুনেছি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে ক্লাস নেন। তবে অনলাইনে রেকর্ডেড ক্লাস করানোর পর শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ একটি পূর্ণাঙ্গ কোর্সের মেন্টর হিসেবে এই প্রথমবার তাঁর অভিষেক হল। এভাবে তাঁকে দেখে আমি খুবই আনন্দিত।’

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আসিফুজ্জামান খন্দকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ব্রাইট স্কিকসের নির্বাহী পরিচালক আনোয়ার সাদাত কবির, রেডিও উপস্থাপক আর.জে সামুদ্রী, আর.জে খান প্রমুখ।  

এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে আল নাহিয়ান বলেন, ‘আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল। এ অধ্যায়ের অভিজ্ঞতা অর্জন করে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি। এ আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে খুব সহজে নিজের মাতৃভাষায় শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করতে পারবে। এতে আমার শ্রম ও প্রচেষ্টার যাবতীয় সার্থকতা ও সাফল্য আসবে বলে আমি মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত